কলকাতা, 6 অক্টোবর: প্রথম চার ম্য়াচের সবক'টিতেই হার ৷ যথেচ্ছ টাকা খরচ করে শক্তিশালী দল গড়েও আইএসএলে প্রথমবার এমন দশা ইস্টবেঙ্গলের ৷ 13 দলের লিগে 12টি দল যখন কোনও না কোনও পয়েন্ট কুড়িয়ে নিয়েছে, ইস্টবেঙ্গল তখন চার ম্যাচ খেলার পরেও হা-পিত্যেশ করে বসে প্রথম পয়েন্টের জন্য ৷ পরবর্তী ম্যাচ আবার ডার্বি ৷ তার আগে সমর্থকদরে মনে যখন আশঙ্কার চোরাস্রোত, ঠিক তখন আশার কথা শোনালেন অন্তর্বর্তী কোচ বিনো জর্জ ৷ তিনি জানালেন, ইস্টবেঙ্গল প্রথম ছ'য়ে শেষ করবে চলতি আইএসএলে ৷
শনিবার জামশেদপুরে ইস্টবেঙ্গল হারলেও লাল-হলুদ ফুটবলারদের খেলায় ফিরেছে ছন্দ ৷ অজস্র গোলনষ্টের খেসারত দিয়ে পয়েন্ট হারিয়েছে তাঁরা ৷ তবে গুণগত মান উন্নতি হওয়ায় আশার আলো দেখছেন বিনো ৷ শনিবার ম্যাচ শেষে তাঁর আশ্বাস এই দল প্রথম ছ'য়ে শেষ করবে ৷ সবে চারটে ম্য়াচ হয়েছে ৷ এখনই চূড়ান্ত কিছু ভেবে ফেলার পক্ষপাতী নন লাল-হলুদের অন্তর্বর্তী কোচ ৷
বিনো এদিন বলেন, "আমি একশো শতাংশ বিশ্বাস করি ইস্টবেঙ্গল সেরা ছ'য়ের মধ্যে থাকবে। সামনে বেশ কিছুটা সময় আছে। আমরা তরতাজা হয়ে ফিরব। সবে চারটে ম্যাচ হয়েছে। আইএসএল দীর্ঘ প্রতিযোগিতা। ইস্টবেঙ্গলের পরিচিত স্পিরিট আমরা ফিরিয়ে নিয়ে আসব ৷" পাশাপাশি সাউল ক্রেসপো, মাদিহ তালাল, জিকসন সিংদের উপর পূর্ণ আস্থা তাঁর ৷ দক্ষিণী কোচের সংযোজন, "এখনও আমার বিশ্বাস ফুটবলাররা যথেষ্ট ভালো। গত তিনটি ম্যাচের তুলনায় আমরা জামশোদপুরের বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছি।"
ক্লেইটন সিলভার গোটা তিনেক অব্যর্থ সুযোগ নষ্ট, সাউল ক্রেসপোর পেনাল্টি মিস, নন্দকুমারের জোড়া সুযোগ নষ্ট, ইউস্তের হেড বারে লেগে প্রতিহত হওয়া ৷ সবমিলিয়ে ভালো খেলেও পয়েন্ট হাতছাড়া হওয়া মানতে পারছে না লাল-হলুদ জনতা। শোনা যাচ্ছে ডার্বির আগে নতুন কোচ দায়িত্ব নেবেন। সেই দৌড়ে এগিয়ে অস্কার ব্রুজো। তাঁর হাত ধরেই কি দেবীপক্ষে লেসলি ক্লডিয়াস সরণির দমবন্ধ করা পরিস্থিতি বদলাবে, উত্তর দেবে সময় ৷