কলকাতা, 6 অক্টোবর: এই প্রথমবার লন্ডনের ঐতিহ্যবাহী ভবনে আয়োজিত হতে চলেছে শারদোৎসব । প্রত্যেক বছরই বাংলার ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয় এই পুজোতে ৷ তবে এ বছর এই পুজোয় প্রাধান্য পাবে চন্দননগরের আলোও । বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে এবার লন্ডন শারদোৎসব 16তম বর্ষে পদার্পণ করল । প্রতি বছরের মতো এবারের পুজোতেও আছে অনেক রকমের আকর্ষণ ।
এ বছর চন্দননগরের আলোকসজ্জা ভরিয়ে তুলবে 'পিটহ্যাংগার ম্যানর'কে, যা একটা লন্ডনের গ্রেড ওয়ান তালিকাভুক্ত ঐতিহ্যবাহী ভবন । এটি একটি আইকনিক ভবন । এটিকে 1987 সালে একটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে ঘোষণা করা হয় । 'পিটহ্যাংগার ম্যানর' হল একটি ইংরেজ কান্ট্রি হাউস, যা নিওক্লাসিক্যাল আর্কিটেক্ট স্যার জন সোয়েনের বাড়ি হিসেবে বিখ্যাত । 1800 থেকে 1804 সালের মধ্যে লন্ডনের পশ্চিমে বর্তমানে ওয়ালপোল পার্ক, ইলিং-এ নির্মিত রিজেন্সি ম্যানর হল একটি বিরল এবং দর্শনীয় উদাহরণ ৷ যেটি স্যার জন সোয়েন নিজেই ডিজাইন ও নির্মাণ করেছিলেন এবং বসবাসও করতেন ।
'পিটহ্যাংগার ম্যানর অ্যান্ড গ্যালারি' 1987 সালে একটি হেরিটেজ আকর্ষণ হিসেবে ঘোষিত হয় । পরে 1996 সাল থেকে সমসাময়িক শিল্প প্রদর্শনীর স্থান হিসেবে গড়ে ওঠে । 2015 সালে, 'পিটহ্যাংগার ম্যানর' একটি বড় সংরক্ষণ প্রকল্পের জন্য বন্ধ করে দেওয়া হয় । 2019-এর 16 মার্চ 'পিটহ্যাংগার ম্যানর অ্যান্ড গ্যালারি' পুনরায় খোলা হয়েছে ৷ 175 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সোয়েন এর আসল নকশা প্রকাশ করা হয়েছে । এরূপ ঐতিহ্যবাহী ভবনে এবার হতে চলেছে দুর্গাপুজো ।
লন্ডনের বুকে হেরিটেজ ভবনে দুর্গাপুজো এক নজির সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না । চন্দননগরের আলোকসজ্জা শিল্পী অরিন্দম সরকারের কথায়, "আলোর মাধ্যমে এই ঐতিহ্যবাহী ভবনের হল ঘর ভরে উঠবে বাংলার কল্কার নকশায় । এর সঙ্গে 24 জন হিন্দু দেব-দেবীর মূর্তি ফুটে উঠবে এই উৎসব প্রাঙ্গণে ।"
বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের (বিএইচএফ) পক্ষ থেকে লন্ডন শারদোৎসব 2024-এর আয়োজন নিয়ে পুজো অপারেশন লিডার অনিকেত পাত্র বলেন, "এই বছরের লন্ডন শারদোৎসব ইউরোপে দেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাণবন্ত উদযাপন হতে চলেছে । যেহেতু আমরা দুর্গাপুজোর জাঁকজমককে লন্ডনের প্রাণকেন্দ্রে 'পিটহ্যাংগার ম্যানর'- এ নিয়ে এসেছি, আমরা সবাইকে এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি । বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উৎসবে অভূতপূর্ব মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস । আসুন আমরা এই উদ্যোগকে স্মরণীয় করে তুলি !"