ETV Bharat / sports

পাক 'বধ' করে বিশ্বকাপে জয়ের সরণিতে ভারতের মেয়েরা - WOMENS T20 WORLD CUP 2024 - WOMENS T20 WORLD CUP 2024

INDIA BEAT PAKISTAN: দুবাইয়ে 106 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 4 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নিল ভারত ৷ হরমনরা জিতলেন 7 বল বাকি থাকতে ৷

INDIA BEAT PAKISTAN
বিশ্বকাপে পাক বধ ভারতের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 6, 2024, 7:04 PM IST

Updated : Oct 6, 2024, 7:31 PM IST

দুবাই, 6 অক্টোবর: প্রথম ম্যাচে নিউজিল্য়ান্ডের কাছে জঘন্য হারের পর মেয়েদের টি-20 বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল ভারত ৷ তাও আবার পাকিস্তানকে হারিয়ে ৷ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে পাক 'বধ' করল ভারত ৷ 106 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল 'উইমেন ইন ব্লু' ৷ ভারত ম্যাচ জিতল 7 বল বাকি থাকতে ৷ 3 উইকেট নিয়ে ম্য়াচের সেরা অরুন্ধতী রেড্ডি ৷

বিশ্বকাপে এর আগে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে অনেকটা এগিয়ে থেকে দুবাইয়ে এদিন নেমেছিল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷ রেকর্ড আরও উন্নত করার লক্ষ্যে এদিন যদিও টসভাগ্য ভারতের সঙ্গ দেয়নি ৷ টস জিতে এদিন ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়িকা ফতিমা সানা ৷ যদিও বল হাতে দুরন্ত ভারতীয় বোলাররা বাড়তে দেননি পাক ব্য়াটারদের ৷ 52 রানে 5 উইকেট হারানো পাকিস্তান একসময় একশোর গণ্ডি পেরোবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয় ৷

যদিও শেষমেশ একশো পেরোতে সক্ষম হয় তাঁরা, কিন্তু পাকিস্তানের দেওয়া টার্গেট কোনওভাবেই কঠিন ছিল না ভারতের জন্য ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 105 রান তোলে পাকিস্তান ৷ সর্বাধিক 28 রান করেন নিদা দার ৷ ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল অরুন্ধতী রেড্ডি ৷ চার ওভারে 19 রান দিয়ে ওমামিয়া সোহেল, আলিয়া রিয়াজ ও পাক অধিনায়ক ফতিমা সানাকে ফিরিয়ে দেন তিনি ৷ মাত্র 12 রান খরচ করে 2টি উইকেট অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিলের ৷

রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানার (7) ইনিংস লম্বা না-হলেও জেমিমা রড্রিগেজকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন ওপেনার শেফালি বর্মা ৷ 32 রানে আউট হন শেফালি ৷ জেমিমা ফেরেন 23 রানে ৷ 80 রানে চার উইকেট হারিয়ে আচমকা কিছুটা চাপে পড়ে যায় ভারত ৷ রিচা ঘোষ ফেরেন শূন্য রানে ৷ তবে 24 বলে 29 রান করে দলকে বিপদ থেকে রক্ষা করেন হরমনপ্রীত ৷ যদিও শেষ মুহূর্তে চোট পেয়ে আহত হয়ে বেরিয়ে যান তিনি ৷ তবে ভারতের জয় আটকায়নি ৷ ক্রিজে এসে প্রথম বলেই চার হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন সজীবন সাজানা ৷ 7 রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা ৷ 18.5 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷

  • বিশ্রী হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

দুবাই, 6 অক্টোবর: প্রথম ম্যাচে নিউজিল্য়ান্ডের কাছে জঘন্য হারের পর মেয়েদের টি-20 বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল ভারত ৷ তাও আবার পাকিস্তানকে হারিয়ে ৷ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে পাক 'বধ' করল ভারত ৷ 106 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল 'উইমেন ইন ব্লু' ৷ ভারত ম্যাচ জিতল 7 বল বাকি থাকতে ৷ 3 উইকেট নিয়ে ম্য়াচের সেরা অরুন্ধতী রেড্ডি ৷

বিশ্বকাপে এর আগে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে অনেকটা এগিয়ে থেকে দুবাইয়ে এদিন নেমেছিল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷ রেকর্ড আরও উন্নত করার লক্ষ্যে এদিন যদিও টসভাগ্য ভারতের সঙ্গ দেয়নি ৷ টস জিতে এদিন ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়িকা ফতিমা সানা ৷ যদিও বল হাতে দুরন্ত ভারতীয় বোলাররা বাড়তে দেননি পাক ব্য়াটারদের ৷ 52 রানে 5 উইকেট হারানো পাকিস্তান একসময় একশোর গণ্ডি পেরোবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয় ৷

যদিও শেষমেশ একশো পেরোতে সক্ষম হয় তাঁরা, কিন্তু পাকিস্তানের দেওয়া টার্গেট কোনওভাবেই কঠিন ছিল না ভারতের জন্য ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 105 রান তোলে পাকিস্তান ৷ সর্বাধিক 28 রান করেন নিদা দার ৷ ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল অরুন্ধতী রেড্ডি ৷ চার ওভারে 19 রান দিয়ে ওমামিয়া সোহেল, আলিয়া রিয়াজ ও পাক অধিনায়ক ফতিমা সানাকে ফিরিয়ে দেন তিনি ৷ মাত্র 12 রান খরচ করে 2টি উইকেট অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিলের ৷

রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানার (7) ইনিংস লম্বা না-হলেও জেমিমা রড্রিগেজকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন ওপেনার শেফালি বর্মা ৷ 32 রানে আউট হন শেফালি ৷ জেমিমা ফেরেন 23 রানে ৷ 80 রানে চার উইকেট হারিয়ে আচমকা কিছুটা চাপে পড়ে যায় ভারত ৷ রিচা ঘোষ ফেরেন শূন্য রানে ৷ তবে 24 বলে 29 রান করে দলকে বিপদ থেকে রক্ষা করেন হরমনপ্রীত ৷ যদিও শেষ মুহূর্তে চোট পেয়ে আহত হয়ে বেরিয়ে যান তিনি ৷ তবে ভারতের জয় আটকায়নি ৷ ক্রিজে এসে প্রথম বলেই চার হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন সজীবন সাজানা ৷ 7 রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা ৷ 18.5 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷

  • বিশ্রী হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
Last Updated : Oct 6, 2024, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.