পশ্চিমবঙ্গ

west bengal

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হতেই পুরুষ সঙ্গীকে বিয়ে বীরভূমের বাসুদেবের

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 10:42 PM IST

Same sex Marriage: বাবা-মায়ের ইচ্ছায় বিয়ে হলেও ভেঙে যায় সেই সম্পর্ক ৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই সিঁদুর পরিয়ে পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন বীরভূমের এক যুবক ৷

Etv Bharat
পুরুষ সঙ্গীকে বিয়ে বীরভূমের বাসুদেবের

সিউড়ি, 8 ফেব্রুয়ারি: মালাবদলের পর সিঁদুর দান ৷ স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ভালোবাসার সঙ্গীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ৷ পাত্র হাওড়া জেলার বাসিন্দা অমিত মালিক ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে নানা মাধ্যমে ৷

তবে এই বিয়েতে মান্যতা দিয়েছেন পরিবারের সদস্যরা ৷ এলাকার মানুষজন তাঁদের জন্য চাঁদা তুলে রীতিমতো প্রীতিভোজের আয়োজন করেছেন। অর্থাৎ, সংবিধানের পাশাপাশি, সামাজিক ভাবেও এলাকার মানুষ দুই ব্যক্তির ভালোবাসাকে সম্মান জানিয়েছেন ৷ বাড়ির এক সদস্য বলেন, "পাড়ার লোকেরা কী বলছেন জানি না, আমাদের ভালো লাগছে ৷ সবাই খোঁজ নিচ্ছে ৷ বন্ধুরাও খুবই আনন্দিত ৷ সকলে ফোন করছেন ৷"

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির কড়িধ্যার সেনপাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। বর্তমানে 37 বছর বয়সী বাসুর 1 বছর আগে বিয়ে হয়েছিল ৷ বিয়ের কিছু দিন পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় বলে জানা গিয়েছে ৷ তার ফলস্বরূপ বিয়ে ভেঙে যায় ৷ তারপর বাসুর সঙ্গে পরিচয় হয় হাওড়া জেলার বাসিন্দা অমিত মালিকের ৷ তাঁরা দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷

হাওড়ায় গিয়ে আত্মীয়-সহ প্রতিবেশীদের ভিডিয়ো কলে রেখে মালা বদল সারেন দুজনে ৷ সাদা জামা প্যান্ট পরে রজনীগন্ধার মালা বদলের পাশাপাশি বাসুকে সিঁদুরও পরিয়ে দেন অমিত ৷ সিউড়ির সেনপাড়ার বাসিন্দারা এই বিয়ের খবরে উচ্ছ্বাসিত ৷ তাঁরা নিজেদের মধ্যে চাঁদা তুলতে শুরু করে দিয়েছেন। সেই চাঁদার টাকায় প্রীতিভোজের আয়োজন করা হবে পাড়ায় ৷ প্রতিবেশী থেকে আত্মীয়রা সকলেই তাঁদের ঘরে ফেরার অপেক্ষা করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details