পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টায় নাম জড়াল বিহারের জেল ফেরত আরও এক গ্যাংস্টারের - TMC COUNCILLOR MURDER ATTEMPT CASE

পাপ্পুর পর বিহারের আরও এক গ্যাংস্টারের নাম জড়াল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ হত্যার চেষ্টার ঘটনায় ৷ তদন্তে তেমনই তথ্য হাতে পেল কলকাতা পুলিশ ৷

TMC COUNCILLOR MURDER ATTEMPT CASE
সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টার ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 11:55 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগেই বিহারের যোগ খুঁজে পায় কলকাতা পুলিশ ৷ উঠে আসে বিহারের কুখ্যাত গ্যাংস্টার পাপ্পু গ্যাংয়ের নাম ৷ এবার এই ঘটনায় নাম জড়াল বিহারের জেল ফেরত আরও এক গ্যাংস্টারের । ঘটনায় মূল অভিযুক্ত গুলজারকে লাগাতার জেরা করে সেই তথ্য পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে খবর, ওই গ্যাংস্টার জেল থেকে ছাড়া পাওয়ার পর তার দলবল নিয়ে পুজোর মধ্যেই কলকাতায় এসে ঘুরে গিয়েছিল । কলকাতায় আসার পর বন্দর এলাকায় ঘাঁটি গেড়েছিল বলে জেরায় পুলিশকে জানিয়েছে ধৃত গুলজার । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "তদন্তের স্বার্থে আমরা বিহারের ওই কুখ্যাত গ্যাংস্টারের নাম প্রকাশ্যে আনছি না ৷"

লালবাজার সুত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় প্রাথমিকভাবে একটি তদন্ত দল গঠন করা হয়েছে । প্রয়োজনে বিহার পুলিশের সাহায্যে সেখানকার একাধিক জায়গায় তল্লাশি চালাবে সেই দল বলে জানা গিয়েছে ৷

এদিকে, ঘটনার মূল অভিযুক্ত গুলজারকে জেরা করে তদন্তকারীরা প্রথমে ইকবাল নামে এক ব্যক্তির বিষয়ে জানতে পারেন ৷ তবে পরে জানা যায় ইকবাল একটি কাল্পনিক চরিত্র মাত্র । তার কোনও অস্তিত্ব নেই বলে জেরায় স্বীকারও করে নেয় গুলজার । উল্লেখ্য, ঘটনায় যে বাইক ব্যবহার করা হয়, সেই বাইকের মালিককে সোমবার লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । জানা গিয়েছে, বাইকটি ভাড়া নিয়ে নকল নম্বর প্লেট লাগিয়ে ব্যবহার করেছিল অভিযুক্তরা ।

গত শুক্রবার ভর সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে ফুটপাথে বসে ছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ তখন বাইকে করে এক দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে ৷ কিন্তু বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি চলেনি ৷ প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ ৷

সিসি ক্যামেরায় ফুটেজ থেকে দেখা গিয়েছে, কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করে গুলি চালানো হয় ৷ দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ সেই সময় গুলি না চললেও এলাকাবাসীরা ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন ৷ পুলিশ জানতে পারে, সুশান্ত ঘোষকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল ৷ সেই মাস্টারমাইন্ডের খোঁজে তল্লাশি শুরু ৷ বর্ধমানের গলসি থেকে আটক করা হয় অভিযুক্ত গুলজারকে ৷

পড়ুন:কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় বিহার যোগ ! তদন্তে লালবাজার

ABOUT THE AUTHOR

...view details