কলকাতা, 25 সেপ্টেম্বর: চিকিৎসকদের আশঙ্কাই কি এবার সত্যি হল ? রেজিস্ট্রেশন বাতিলের 5 দিনের মাথায় ফের ফিরে এল সন্দীপ ঘোষের নম্বর ? তিনি কি তাহলে ফিরে পাবেন ডাক্তারি পরিচয় ? বুধবার সকাল থেকে মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটের তথ্যে এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে ৷ 'রেজিস্টার্ড' বলে লেখা রয়েছে সন্দীপ ঘোষের নামের পাশে, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে । তাহলে কি রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি সন্দীপ ঘোষের ? এই প্রশ্নই মাথাচাড়া দিয়েছে চিকিৎসক মহলে ৷
মঙ্গলবার সন্ধের আগে পর্যন্ত মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে লেখা ছিল 'সাসপেন্ড', যা নিয়ে সরব হয়েছিলেন চিকিৎসক সমাজ । ওইদিন সন্ধের পর থেকে তাঁর নামের পাশে দেখা গেল 'রিমুভ' লেখা । আচমকাই বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে, তাঁর নামের পাশে লেখা রয়েছে 'রেজিস্টার্ড'। তাহলে সন্দীপ ঘোষের বর্তমান পরিচয় কী ? এই বিষয় নিয়ে এখনও কোনও সদুত্তর দিতে পারেনি মেডিক্যাল কাউন্সিল ৷ এমনটাই অভিযোগ সিনিয়র চিকিৎসকদের ।
মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইট (নিজস্ব ছবি) চিকিৎসক রাজীব পান্ডের কথায়, "10 অগস্ট শেষ মিটিং হয়েছে মেডিক্যাল কাউন্সিলে । একটা সিদ্ধান্ত নিতে গেলে কাউন্সিলের প্রত্যেকটি সদস্যের ভোট নেওয়া হয় । সেই ভোট দেখেই সিদ্ধান্ত হয় । বর্তমানে কাউন্সিলের 14 জনের মধ্যে 5 জন পদত্যাগ করেছেন । একজনের মৃত্যু হয়েছে । অভীক দে'কে সরিয়ে দেওয়া হয়েছে । ফলে কাউন্সিলটাই অবৈধ । রেজিস্টার সুদীপ্ত রায়ের মৌখিক অর্ডারে কাজ করেছেন । সবাই প্রশ্ন তুলছেন সন্দীপ ঘোষকে নিয়ে । তাই কাউন্সিল ভাঁওতাবাজি করেছে । যদি কোনওদিন সন্দীপ ঘোষ ওই অর্ডার নিয়ে আইনে যান তাহলে কিন্তু আবার তিনি চিকিৎসক হয়ে ফিরে আসবেন ।"
মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইট (নিজস্ব ছবি) এ বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "পুরো ধাপ্পাবাজি । সবার মাথায় রয়েছেন সুদীপ্ত রায় । এই মেডিক্যাল কাউন্সিল অবৈধ । এটা ভুল ভাবে করা হয়েছে । একদমই আইনসম্মত নয় । চিকিৎসকদের এই ক্ষোভের জন্য তখন এটা দেখানো হয়েছিল । যা গতকাল স্বীকার করে নিয়েছেন রেজিস্টার মানস চক্রবর্তী । গণতান্ত্রিক উপায়ে মেডিক্যাল কাউন্সিল গঠন করা দরকার সবার প্রথমে । তারপর একটি বৈঠক ডেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় । যার কোনওটাই সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে-র ক্ষেত্রে হয়নি ।"
সন্দীপ ঘোষের নামের পাশে লেখা 'রেজিস্টার্ড' (নিজস্ব ছবি)