পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি-কর কাণ্ডের প্রতিবাদে সামিল বৌঠান'রা, ফের দুর্গাপুজোর অনুদানে না পুজো কমিটির - Durga Puja Donation - DURGA PUJA DONATION

Durga Puja Donation: আরজি-কর কাণ্ডের প্রতিবাদে এবার সামিল হলেন বৌঠান'রা ৷ ফের অনুদান নিতে অস্বীকার করল দুর্গাপুজো কমিটি ৷ এই নিয়ে উত্তরপাড়ার তৃতীয় ক্লাব এই পথে হাঁটল ৷ জেলাশাসককে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানাল মহিলা পরিচালিত 'ভদ্রকালী বৌঠান সংঘ' ৷

Durga Puja Donation
ভদ্রকালী বৌঠান সংঘ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 4:46 PM IST

উত্তরপাড়া, 24 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হল হুগলির আরও এক পুজো কমিটি ৷ এবার দুর্গাপুজোর অনুদান নিতে অস্বীকার করল উত্তরপাড়ার মহিলা পরিচালিত 'ভদ্রকালী বৌঠান সংঘ' ৷ তাঁদের মুখে একটাই স্লোগান, "বৌঠানরা দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক ৷" বৌঠান সংঘের সভানেত্রী রিনা দাস বলেন, "আমরা প্রতিবার সরকারের কাছ থেকে পুজোর অনুদান নিয়ে থাকি । এ বছর আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা সেই অনুদান নিচ্ছি না । দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি আমরা ।"

দুর্গাপুজোর অনুদানে ফেরাল উত্তরপাড়ার মহিলা পরিচালিত ক্লাব (ইটিভি ভারত)

এর আগে উত্তরপাড়ার 'শক্তিসংঘ' ও 'আপনাদের' দুর্গাপুজো কমিটিও অনুদান নিতে অস্বীকার করেছে । এবার সেই তালিকায় যুক্ত হল 'ভদ্রকালী বৌঠান সংঘে'র নাম ৷ এই নিয়ে হুগলি জেলায় তিনটি পুজো কমিটি, যারা রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান নিতে অস্বীকার করল ৷ শুক্রবার 'বৌঠান সংঘে'র তরফে জেলাশাসককে একটি চিঠি লেখা হয় ৷ তাতে স্পষ্ট জানানো হয়, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এ বছর দুর্গাপুজোয় সরকারি অনুদান নেবে না ক্লাব ৷ পাশাপাশি এ দিন আরজি কর-কাণ্ডে ক্লাবের মধ্যেই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান 'ভদ্রকালী বৌঠান সংঘে'র সদস্যরা ।

আরজি-কর কাণ্ডের প্রতিবাদ (নিজস্ব ছবি)

ক্লাবের সদস্য ঋতুপর্ণা দাশগুপ্ত বলেন, "কলকাতার আরজি করের মতো হাসপাতালের ঘটনার তীব্র নিন্দা জানাই ৷ আমরা ওই ঘটনার সুবিচার চাই । আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আমরা দুর্গাপুজোর এবার সরকারি অনুদান নেব না । পাশাপাশি প্রতিটা মেয়ের নিরাপত্তার কথা ভেবে সকলকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করব । আরজি করের ঘটনার মতো আর যেন না হয় । মহিলাদের উপর অত্যাচারের ঘটনাগুলো ধামাচাপা যেন না পড়ে যায় । এই প্রতিবাদ যেন এখানেই থেমে না গিয়ে চলতে থাকে । মহিলাদের উপর অত্যাচার হলে সঠিক ব্যবস্থা নিক সরকার ।"

আরজি-কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন (নিজস্ব ছবি)
আরজি-কর কাণ্ডের প্রতিবাদে 'ভদ্রকালী বৌঠান সংঘে'র সদস্যরা (নিজস্ব ছবি)

আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ ৷ রাস্তায় প্রতিবাদে নেমেছেন সমাজের বিভিন্নস্তরের মানুষ । কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ওই ঘটনা । দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ । উত্তরপাড়ার তিনটি দুর্গাপুজো কমিটিও এই প্রতিবাদে সামিল হল । এর মধ্যে 'ভদ্রকালী বৌঠান সংঘ'র পুজো 15 বছর পুরনো ।

ক্লাবের তরফে জেলাশাসককে লেখা চিঠি (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details