কোচবিহার, 10 জানুয়ারি: আবারও ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতারের বেড়া দিতে বাধা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র ৷ কোচবিহারের মেখলিগঞ্জের বাগডোগরা, ফুলতকাডাবরি, দহগ্রাম ও অঙ্গারপোতা এলাকার আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অংশে শুক্রবার সকাল থেকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ ৷ অভিযোগ, তখনই বিজিবি ও বাংলাদেশের নাগরিকরা এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে ৷
সীমান্তবর্তী গ্রামবাসীদের দিয়ে বিএসএফ অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে ৷ অভিযোগ, সেই সময় বিজিবি এবং বাংলাদেশের নাগরিকরা সীমান্তের কাছে চলে আসে ৷ বেড়া দেওয়ার কাজে বাধা দিতে থাকে ৷ কিন্তু, আপত্তি উপেক্ষা করে বিএসএফ আধিকারিকরা কাজ চালিয়ে যেতে বলেন ৷ সীমান্তে ঝামেলার খবর পেয়ে প্রচুর সংখ্যায় গ্রামবাসীরা সেখানে জমায়েত করেন ৷ তাঁরাও কাঁটাতারের বেড়া দিতে সাহায্য করেন ৷
এবার কোচবিহারে কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবি’র ৷ (ইটিভি ভারত) বিএসএফ সূত্রে খবর, ওই অঞ্চলে অরক্ষিত দেড়কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে ৷ এখনও দু’কিলোমিটার অঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রয়েছে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে বারাবার কেন বাধা দিচ্ছে বিজিবি ৷ যা নিয়ে গ্রামবাসীরা অভিযোগ করছেন, অরক্ষিত এই অংশ দিয়েই আন্তর্জাতিক সীমন্তে চোরাচালান হয় ৷ কাঁটাতারের বেড়া দিলে, ত বন্ধ হয়ে যাবে ৷
উল্লেখ্য, কোচবিহার জেলার 500 কিলোমিটার অংশে ভারত-বাংলাদেশ সীমান্ত ৷ দীর্ঘ এই সীমান্তের মধ্যে অন্তত 50 কিলোমিটার এলাকা রয়েছে যেখানে নদী ও সীমানাগত সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ৷ ওই এলাকা দিয়েই চোরাচালান চলে বলে অভিযোগ ৷
এ নিয়ে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা বিনয়কৃষ্ণ রায় বলেন, "কাঁটাতারের বেড়া না-থাকায় বাংলাদেশের দুস্কৃতীরা ঝামেলা করে ৷ তাই এ দিন বেড়া দিতে এলে বিজিবি ঝামেলা করে ৷ তবুও আমরা দেব ৷ বিএসএফ-কে সাহায্য করব ৷"