চোপড়া, 15 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তের 'জিরো পয়েন্ট'-এ নিজের জমিতে চাষ করতে গিয়ে নিখোঁজ নদিয়ার এক কৃষক ৷ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ওই কৃষককে আটকের অভিযোগ করেছে তার পরিবার । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামে । কৃষকের পরিবার ইতিমধ্যে এই নিয়ে চোপড়া থানায় অভিযোগ করেছে ৷ ঘটনায় হতবাক তাঁরা । প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হৃদয়পুর গ্রামের বাসিন্দা নূর হোসেন বিএসএফের কাছে তাঁর পরিচয়পত্র জমা দিয়ে সীমান্তের 'জিরো পয়েন্ট'-এ (কাঁটাতার পেরিয়ে) ভারতীয় জমিতে চাষ করতে গিয়েছিলেন । এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি ৷ তারপরেই চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে কৃষক নূর হোসেনের পরিবার ।
এ বিষয়ে কৃষক নূর হোসেনের স্ত্রী হাসানি শেখ বলেন, "মঙ্গলবার সকাল নটা নাগাদ প্রতিদিনের মতো জমিতে চাষ করতে যান আমার স্বামী । কিন্তু রাত হয়ে গেল তিনি আর বাড়ি ফেরেননি । দীর্ঘসময় খোঁজাখুঁজি পর জানতে পারি, বাংলাদেশ সেনা তাঁকে আটক করে নিয়ে গিয়েছে । যেহেতু বিএসএফের কাছে নথি জমা দিয়ে চাষ করতে যেতে হয়, সেই কারণে প্রথমে বিএসএফের সঙ্গে আমরা যোগাযোগ করি । কিন্তু, তাদের কাছ থেকে কোন সঠিক প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে চাপড়া থানার দ্বারস্থ হই আমরা । ইউনুস সরকার আসার পর ভারতীয়দের উপর বাংলাদেশিদের অত্যাচার আরও বেড়ে গিয়েছে ।"