পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, এপারে সনাতনীদের এক হওয়ার ডাক - BENGALI HINDU SURAKSHA SAMITY

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে ভারতে প্রতিবাদ মিছিল অব্যাহত। সোমবার বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে সাধুরা একটি বড় সমাবেশ করলেন।

BENGALI HINDU SURAKSHA SAMITY
সনাতনীদের এক হওয়ার ডাক সাধুদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 16 ডিসেম্বর: বিজয় দিবসে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাল বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ৷ সোমবার রানি রাসমণি অ্যাভিনিউতে সাধুরা এক বৃহৎ সমাবেশে করলেন ৷ প্রথমে শিয়ালদা স্টেশন চত্বরে সমাবেশ করেন । পরে তাঁরা মিছিল করে রানি রাসমণির সমাবেশে যোগ দেন ৷

রানি রাসমণি রোডের এই জনসমাবেশ সোমবার সাধু-সন্ত সমাজের হাজার হাজার সদস্য উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে এটিকে অরাজনৈতিক সমাবেশ বলা হলেও বঙ্গ বিজেপির একটা বড় অংশই আজ উপস্থিত ছিল আজকের এই সমাবেশে।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে ভারতে প্রতিবাদ মিছিল অব্যাহত (ইটিভি ভারত)

বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ, প্রাক্তন প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিজেপি নেতা কৌস্তভ বাগচী-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দিলীপ ঘোষ বলেন, "বিজয় দিবস দুই বাংলাতেই পালন করা হয়। সেই বিষয় দিবস আজ ওপার বাংলায় পালন করা হল না। 1971 সালের মুক্তিযুদ্ধের নায়ক মুজিবুর রহমানকে কয়েকজন সম্মান জানাতে যান। তাঁদের মারধর করা হয়েছে। বাংলাদেশের জামাতরা স্বাধীনতা সংগ্রামকে বিফল করে দিচ্ছে। 1971 সালে ভারতীয় সেনারা জীবন ও রক্তের বিনিময়ে বাংলাদেশে স্বাধীনতা নিয়ে এসেছিলেন। তাই আজ এখানে বিজয় দিবস পালন করা হচ্ছে।" এর আগেও হিন্দু বাঙালি সুরক্ষা সমিতির ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় হাওড়া ময়দানে। পাশাপাশি, রবিবার বাংলাদেশে হিন্দুদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে গতকাল শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details