কলকাতা, 6 সেপ্টেম্বর: দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে সিকিম ও হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ, বিহারের ওপর অবস্থান করছে ৷ এর ফলে হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই, দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আর গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুরে ৷
শনিবার উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুই মেদিনীপুর ছাড়া গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই ৷ সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের ওপরের পাঁচটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুরে ৷ মঙ্গল এবং বুধবার অর্থাৎ 10 ও 11 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায় ৷ তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই ৷