পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ? - IMD WEATHER UPDATE - IMD WEATHER UPDATE

West Bengal weather forecast: পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, এই নিয়ে আগাম কোনও পূর্বাভাস না-দিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর ৷

Bengal weather update
কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 7:48 AM IST

Updated : Sep 6, 2024, 7:54 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে সিকিম ও হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ, বিহারের ওপর অবস্থান করছে ৷ এর ফলে হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই, দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আর গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুরে ৷

শনিবার উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুই মেদিনীপুর ছাড়া গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই ৷ সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের ওপরের পাঁচটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুরে ৷ মঙ্গল এবং বুধবার অর্থাৎ 10 ও 11 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায় ৷ তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই ৷

বজ্রপাত হয় কেন ? এর থেকে বাঁচার উপায়ই বা কি ?

বৃহস্পতিবার থেকে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে এই নিয়ে আগাম কোনও পূর্বাভাস না-দিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তাই আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায়।

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ।

Last Updated : Sep 6, 2024, 7:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details