বোলপুর, 23 সেপ্টেম্বর: ফের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অনুব্রত মণ্ডল। এমনকী, এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাবেন। এমনটাই জানা গিয়েছে পুলিশ ও প্রশাসন সূত্রে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল, দু'জনকেই বরণ করতে প্রস্তুত বীরভূম । দাবি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইতিমধ্যেই শহরজুড়ে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর ছবি দিয়ে স্বাগত তোরণ তৈরি হয়েছে। বীরভূম সফরে এসে অনুব্রতর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
গরুপাচার ও আর্থিক তছরুপে ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার তিহার থেকে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার বোলপুরে আসার কথা অনুব্রত ও মেয়ে সুকন্যা মণ্ডলের ৷ মঙ্গলবারই হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক স্থির হয়েছে বীরভূমে ৷ তাই বিষয়টি যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুপুর 12টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বীরভূম পুলিশ ও প্রশাসনের দফায় দফায় প্রস্তুতির বৈঠক হয় ৷ হেলিপ্যাডও তৈরি রাখা হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর থেকে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউজে উঠবেন। তারপর প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে শহরজুড়ে একাধিক স্বাগত তোরণ তৈরি হয়েছে। শহর কার্যত অনুব্রতর ছবিতে ছয়লাপ ৷