বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 14 ফেব্রুয়ারি: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায়৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটি নবম শ্রেণির ছাত্রী ৷ বেশ কিছুদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক ৷ প্রাণে মারার হুমকি দিত ৷ মেয়েটির মা-বাবাকেও খুনের হুমকি দেওয়া হয় ৷ মেয়েটির উপরও অ্যাসিড হামলা করা হবে বলে হুঁশিয়ারি দেয় ওই যুবক ৷
অভিযোগ, এভাবেই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিয়ো তুলে রাখে ৷ পরে সেই ভিডিয়ো এবং ছবি দেখিয়ে মেয়েটির উপর একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় ৷ তার পরও নিস্তার মেলেনি ৷ ওই ছবি এবং ভিডিয়ো ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক ৷