পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আয়কর বিভাগের তৎপরতায় বানচাল 12 লক্ষ টাকার বার্মাটিক কাঠ পাচারের ছক, গ্রেফতার 1

Burma Teak Wood Smuggling: চা পাতা আমদানির চালান বানিয়ে বার্মা টিক কাঠ পাচার করতে গিয়ে জালে পাচারকারী ৷ আয়কর দফতরের অভিযানে 12 লক্ষ টাকার বার্মাটিক উদ্ধার করেছে স্টেট জিএসটি আধিকারিকরা ৷

Burma Teak Wood Smuggling
12 লক্ষ টাকার বার্মাটিক কাঠ পাচার

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 10:29 PM IST

শিলিগুড়ি, 14 মার্চ:ফুলবাড়ি সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে দুরন্ত গতিতে চলছে পা-পাতা বোঝাই কন্টেনার ৷ আয়কর বিভাগের কাছে আগে থেকেই খবর ছিল এই রাস্তা দিয়ে কাঠ পাচার হতে পারে ৷ সেই মতো বুধবার রাতে তাঁরা অপেক্ষা করছিলেন ৷ ফুলবাড়ি সংলগ্ন জাতীয় সড়কে কন্টেনারটি আসতেই সেটি আটকায় ৷ কন্টেনারটির খুলতেই দেখা যায় তার মধ্যে বার্মাটিক কাঠ ৷ চা-পাতার চালান বানিয়ে সেই কাঠ পাচার করছিল পাচারকারীরা ৷ আয়কর বিভাগের তৎপরতায় বানচাল হয়ে গেল পাচারকারীদের সেই ছক ৷ উদ্ধার 12 লক্ষ মূল্যের বার্মাটিক কাঠ ৷ গ্রেফতার গাড়ির চালক ৷

বন দফতর সূত্রে খবর, ডুয়ার্স থেকে চা পাতা আমদানির একটি চালান বানানো হয়েছিল ৷ সেই চালান সামনে রেখে ওই কন্টেনারে করে বার্মাটিক কাঠ পাচার করছিল পাচারকারী । গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন জাতীয় সড়কের উপর যাতায়াতকারী যানবাহনের নথি যাচাই করছিলেন রাজ্য জিএসটি বিভাগের আধিকারিকরা । সেইসময়েই বার্মাটিক কাঠ বোঝাই কন্টেনার আটক করেন ৷ সেটিতে তল্লাশি চালান রাজ্য জিএসটি বিভাগের-র আধিকারিকরা ।

গাড়ি চালকের কাছে সন্দেহভাজন ওই কন্টেনারটির কাগজ পত্র দেখতে চান আধিকারিকরা ৷ চালক চা পাতা বোঝাইয়ের কাগজ দেখালে তাদের সন্দেহ হয়। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ উদ্ধার হয় । গাড়ি চালকে রাহুল খানকে আটককে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ জানা যায়, অসম থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছিল । জিএসটি আধিকারিকরা বিন বিভাগে খবর দেয় ৷ এরপরই বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের আধিকারিকরা গাড়িটি তাদের হেফাজতে নেয় । উদ্ধার হয় 470 সিএফটি কাঠ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা।

ধৃত রাহুল খানকে বৃহস্পতিবার জলপাইগুড়ির আদালতে তোলা হয়েছে । সারুগারা রেঞ্জের রেঞ্জার বিষ্ণু ব্যাপারি বলেন, "ধৃত পাচারকারী অসমের বাসিন্দা। মুম্বাইয়ে ওই কাঠ পাচার করার পরিকল্পনা ছিল। পাচারে ব্যবহৃত ওই কন্টেনার বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন:

  1. শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বার্মাটিক কাঠ-সহ তিন জোড়া হরিণের শিং, ধৃত 4
  2. সরিষা গ্রামে 350 বছরের পুরনো কাঠে তৈরি হয় মা কালীর মূর্তি
  3. শিলিগুড়িতে সেনার গাড়িতে কাঠ পাচার! গ্রেফতার 2 সেনা জওয়ান সহ 4

ABOUT THE AUTHOR

...view details