আসানসোল, 30 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া দেদার টি-শার্ট বিলি হচ্ছে আসানসোলে। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের গায়ে এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সেই টি-শার্ট। যাতে আবার লেখা আছে 'তোমায় হৃদ মাঝারে রাখবো...'। আর এই টি-শার্ট নিয়েই এখন যত বিতর্ক। কারণ টি-শার্টে যে ট্যাগ লাগানো আছে, তাতে লেখা আছে 'মেড ইন বাংলাদেশ'। আর তা নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করেছে । বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, দেশদ্রোহী তৃণমূল বাইরের দেশ থেকে টি-শার্ট আমদানি করছে।
আসানসোলে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার আগে প্রচুর পরিমাণে টি-শার্ট আসানসোলের বিভিন্ন এলাকায় বিলি করা হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। যারা মূলত মুখ্যমন্ত্রীর জনসভাতে গিয়েছিলেন তাদের গায়েই এই টি-শার্ট দেখা গিয়েছে। আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে চরমে। বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই টি-শার্ট হাতে নিয়ে তৃণমূলকে কার্যত দেশদ্রোহী বলেছেন। তাঁর কথায়, "এই টি-শার্ট কি আমাদের দেশে তৈরি করা যেত না ? বাংলাদেশকে বরাত দিয়ে সেখান থেকে টি-শার্ট নিয়ে আসা হচ্ছে। আমরা বারবারই বলেছি যে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের কথা বলছেন, সেখানে সাধারণ মাপের টি-শার্টও বাংলাদেশ থেকে আমদানি করতে হচ্ছে তৃণমূলকে ?"