পেট্রাপোল, 7 অগস্ট: উত্তাল বাংলাদেশ ৷ যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ অন্তর্দেশীয় যাতায়াতের উপর ৷ ইতিমধ্যেই বাতিল হয়েছে বিমান থেকে শুরু করে ট্রেন ৷ কার্যত থমকে গিয়েছে কলকাতা-ঢাকা বাস পরিষেবা। এবার আরও বিপাকে বাংলাদেশি যাত্রীরা ৷ বুধবার কলকাতা থেকে একদল বাংলাদেশি যাত্রী নিয়ে ছেড়েছিল ঢাকাগামী বাস ৷ কিন্তু পেট্রাপোল বন্দরে এসেই নামিয়ে দেওয়া হয় তাঁদের । ফলে বাড়ি ফেরা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি যাত্রীরা।
পেট্রোপোলের পরিস্থিতি (ইটিভি ভারত) বুধবার দুপুরে পেট্রাপোল বন্দরে এসে পৌঁছয় কলকাতা থেকে ঢাকা যাওয়ার বাস ৷ সেখানেই নামিয়ে দেওয়া হয় বাংলাদেশগামী যাত্রীদের ৷ সূত্রে খবর, বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও সরাসরি গাড়ি পাঠানো যাচ্ছে না ৷ ফলে পেট্রাপোল বন্দরে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে ৷ সেখান থেকে যাত্রীরা আন্তর্জাতিক সীমান্ত পার করে বেনাপোল থেকে বাস ধরে ঢাকায় পৌঁছবেন ৷ স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়ছেন যাত্রীরা ৷
যাত্রীদের জানান, বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে বাস চলছিল না ৷ আগে থেকে তাঁদের বাসের টিকিট কাটা ছিল ৷ সেই টিকিট ক্যানসেল করে দেওয়া হয়েছিল ৷ তারপর তাঁরা খবর পান, ফের বাস পরিষেবা চালু হয়েছে ৷ সেই মতো কলকাতা থেকে তাঁরা বাসে চেপেছিলেন ৷ কিন্তু পেট্রাপোল বন্দরে তাঁদের নামিয়ে দেওয়া হল ৷
দেশে ফেরা নিয়ে বিপাকে ওপারের নাগরিকরা (ইটিভি ভারত) ফলে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগে তাঁরা ৷ যাত্রীরা বলছেন, বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে খবর পেয়েছেন ৷ তবে কয়েকদিন দেশের যে পরিস্থিতি ছিল, পরিবার নিয়ে চিন্তিত ৷ ফলে যে কোনও উপায়ে দেশে ফিরতে হবে ৷ সেক্ষেত্রে ওপারে গেলেও গাড়ি মিলবে কি না, তা নিয়েও চিন্তা যাচ্ছে না ৷ বাংলাদেশ থেকে আসা যাত্রীরা অবশ্য বলছেন, বাংলাদেশের অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলেও পরিবেশ এখনও থমথমে ৷ রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম ৷ মানুষ এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি ৷