পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবাসের টাকা পেলেন সিপিআইএম-আইএসএফ কর্মীরা, ফুল-মিষ্টি পাঠাল তৃণমূলের পঞ্চায়েত - AWAS YOJANA MONEY

ঘুঁচল পক্ষপাতিত্বের অভিযোগ ৷ শাসনে বিরোধী সিপিআইএম ও আইএসএফ সমর্থকরা পেলেন আবাস যোজনার টাকা ৷

Awas Yojana Money
সিপিআইএম-আইএসএফ সমর্থকদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢোকায় অভিনন্দন বার্তা তৃণমূল উপপ্রধানের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 8:16 PM IST

শাসন (উত্তর 24 পরগনা), 7 জানুয়ারি: আবাস যোজনার টাকা নিয়ে শাসকদলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল বিরোধীদের ৷ বিশেষত, পক্ষপাতিত্বের অভিযোগ ৷ অথচ, ঠিক উলটো ছবি উত্তর 24 পরগনার শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল ৷ এখানে রাজনীতির রং না-দেখে বিরোধী সিপিআইএম ও আইএসএফ কর্মীদের আবাস যোজনার টাকা পেতে সাহায্য করলেন পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাই ৷

শুধু তাই নয়, বিরোধী সিপিআইএম ও আইএসএফ সমর্থকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতেই অভিনন্দন জানালেন তিনি ৷ মঙ্গলবার পঞ্চায়েতের পক্ষ থেকে বিরোধী শিবিরের উপভোক্তাদের বাড়ি গিয়ে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান ৷

সিপিআইএম-আইএসএফ সমর্থকদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢোকায় অভিনন্দন বার্তা তৃণমূল উপপ্রধানের ৷ (ইটিভি ভারত)

শাসনের দাদপুর পঞ্চায়েতের পকদাহ গ্রামের শতাধিক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে ৷ প্রাপকদের মধ্যে বেশিরভাগই সিপিআইএম ও আইএসএফ সমর্থক ৷ যেখানে তৃণমূলের কর্মী-সমর্থকদের পরিবার হাতেগোনা ৷ কিন্তু, বিরোধী শিবিরের সমর্থক হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে আগে প্রথম কিস্তির টাকা ঢোকায় সিপিআইএম ও আইএসএফ সমর্থকরা অবাক হয়ে গিয়েছেন ৷

তাঁদের বক্তব্য, "আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আগে একাধিকবার আবেদন করেছিলাম ৷ কিন্তু, তখন সেই প্রকল্পের টাকা ঢোকেনি ৷ তাই নিরুপায় হয়ে ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে দিন কাটাতে হয়েছে ৷ অথচ শাসকদলের সমর্থকদের পাকা বাড়ি থাকলেও, আগে তাঁরা টাকা পেয়ে গিয়েছেন ৷" সিপিআইএম ও আইএসএফ সমর্থকদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন ৷

আবাস যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই বিরোধী সমর্থকদের বাড়িতে গিয়ে অভিনন্দন বার্তা তৃণমূলের (ইটিভি ভারত)

এই বিষয়ে পাকদহ গ্রামের বাসিন্দা, সিপিআইএম সমর্থক মহম্মদ আবদুল জলিল বলেন, "আবাস যোজনার ঘরের জন্য আমরা বেশ কয়েকবার আবেদন করেছি ৷ কিন্তু, ঘর পাইনি ৷ এবার দেখলাম উলটো ঘটনা ঘটল ৷ আমরাই আগে ঘরের টাকা পেয়ে গিয়েছি ৷ তৃণমূলের লোকেরা বরং কম পেয়েছেন ৷ পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এ দিন আমাদের বাড়িতে এসে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে অভিনন্দন জানিয়েছেন ৷ রাজ্য সরকারের এই ভূমিকা অবশ্যই প্রশংসার ৷"

একই সুর শোনা গিয়েছে, আইএসএফ সমর্থক মহম্মদ নাজমুল আলমের গলাতেও ৷ তাঁর কথায়, "আমরা বিরোধী দলের সমর্থক ৷ অথচ আমাদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকেছে আগে ৷ এর কৃতিত্ব অবশ্যই তৃণমূল নেতা আবদুল হাইয়ের ৷ উনি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ান ৷ তাঁর এই ভূমিকা বেশ ভালো লেগেছে ৷ সরকারের উদ্যোগেরও প্রশংসা না-করে পারছি না আমরা ৷"

এদিকে, বিষয়টি নিয়ে দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় তৃণমূল নেতা আবদুল হাই বলেন, "আমরা প্রথম থেকেই বলে এসেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কখনও রাজনৈতিক রং দেখেন না ৷ বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টনের ক্ষেত্রে বিরোধীরা বারবার পক্ষপাতিত্বের অভিযোগ করে এসেছে আমাদের বিরুদ্ধে ৷ সেটা যে তাদের ভুল অভিযোগ ছিল, আশা করি এবার সকলে তা বুঝবেন ৷"

উপপ্রধান আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে জানিয়েছেন, কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি দাবি করলে, উপভোক্তা অবশ্যই তা পঞ্চায়েতে জানাবেন ৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details