কলকাতা ও নয়াদিল্লি, 27 অক্টোবর: সারাদেশে মোট 50টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হল রবিবার ৷ জানা গিয়েছে, সোশাল মিডিয়া ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে ৷ কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু-সহ বিভিন্ন দিকে যাওয়া মোট 50টি বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি এসেছে ৷
সূত্রের খবর, আকাসা এয়ারের 15টি বিমান, ইন্ডিগোর 18টি বিমান এবং ভিস্তারার 17টি বিমানে বোমা হামলার হুমকি আসে সোশাল মিডিয়ায় ৷ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেই এই হুমকি দেওয়া হয়েছে বলে জানতে পারা গিয়েছে । হুমকি পাওয়া বিমানগুলিকে তড়িঘড়ি সারাদেশের বিভিন্ন অংশে জরুরি অবতরণ করা হয় ৷ এরপর সেগুলিতে চিরুনি তল্লাশি চালানো হয় । তবে তাতে কিছু মেলেনি বলে খবর ৷ তারপর নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় উড়ানগুলি ৷
এর আগেও একাধিকবার এই ধরনের হুমকি এসেছে ৷ 14 দিনে বিভিন্ন সংস্থার 350টিরও বেশি বিমান এমন হুমকি পেয়েছে । সবচেয়ে বেশি হুমকি দেওয়া হয়েছে সোশাল মিডিয়া ব্য়বহার করেই ৷ গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷