পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হু হু করে বেড়েছে সম্পত্তি, কোটিপতি সৌগত রায়ের বিষয়-আশয় একনজরে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Asset details of Saugata Roy: কোটিপতি সৌগত রায় ও তাঁর স্ত্রীর নামে রয়েছে চারটি গাড়ি ৷ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিষয়-আশয়ের বিস্তারিত হিসেব জেনে নিন ৷

ETV BHARAT
সৌগত রায়ের বিষয়-আশয় একনজরে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 1:12 PM IST

দমদম, 12 মে: বিদায়ী সাংসদ তথা বর্তমান প্রার্থী সৌগত রায়কে দমদম লোকসভা কেন্দ্রে ফের বাজি ধরেছে তৃণমূল কংগ্রেস । সিপিআইএমের অমিতাভ নন্দীকে পরাজিত করে 2009 সালে প্রথমবার দমদম কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রবীণ এই তৃণমূল নেতা । তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি । দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পাশে থেকে অনুগত সৈনিকের মতো কাজ করে গিয়েছেন সদ্য 76 পার করা সৌগত রায় ।

বয়সে প্রবীণ এই রাজনীতিবিদ অভিষেক জমানায় নবীন প্রজন্মের সঙ্গেও সাবলীলভাবে সমানে সঙ্গ দিয়ে চলেছেন । 1977 সাল থেকেই তিনি সংসদীয় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন । দমদম কেন্দ্র থেকে পরপর তিনবার এবং তারও আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে একবার সাংসদ হিসেবে জয়ী সৌগত রায় শুধু সাংসদ হিসেবেই নিজের দক্ষতার পরিচয় দেননি । টানা পাঁচবার বিধায়ক থাকাকালীনও সমানতালে রাজনীতির কর্মকাণ্ডের ছাপ রেখে গিয়েছেন বরিষ্ঠ এই শাসক নেতা । প্রচলিত আছে যে, ভোট রাজনীতিতে নাকি কখনও হারতে শেখেননি সৌগত রায় । কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কখনও তিনি পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব সামলেছেন । আবার ইউপিএ আমলে নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও ছিল তাঁর কাঁধে । এমনই চওড়া পোর্টফোলিয়ো থাকা নেতার গায়েও অবশ্য লেগেছে কালির দাগ । রোজ ভ্যালি পঞ্জি দুর্নীতি, নারদা-কাণ্ডে জড়ায় তাঁর নাম ।

তবুও দল প্রবীণ এই নেতার উপর থেকে আস্থা হারায়নি । 2024 লোকসভা ভোটে ফের দমদম কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে তাঁকে । ঘাসফুল শিবিরের হয়ে সৌগত রায় যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে, তেমনই তাঁর বিপরীতে এবারে লাল ঝান্ডার প্রতীকে লড়াই করছেন সিপিএমের ডাকাবুকো নেতা সুজন চক্রবর্তী । রয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী শীলভদ্র দত্তও । সৌগত'র বিপক্ষে যুযুধান দুই হেভিওয়েট প্রার্থী কার্যত তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন । মজা করে অনেকে বলছেন, 'এবার দমদমে সাদা চুলের লড়াই ।’

ইতিমধ্যে, মনোনয়ন জমা দিয়েছেন বারাসতে জেলাশাসকের দফতরে । সেই মনোনয়নে তাঁকে দাখিল করতে হয়েছে সম্পত্তির হলফনামাও । সম্পত্তির যে খতিয়ান তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তাতে ঠিক কী কী রয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক !

গত 5 বছরে সৌগত রায়ের বার্ষিক আয়:

2018-19 অর্থবর্ষে 30 লক্ষ 10 হাজার 116 টাকা

2019-20 অর্থবর্ষে আয় বেড়ে হয় 30 লক্ষ 47 হাজার 23 টাকা

2020-21 অর্থবর্ষে আয় কমে হয় 26 লক্ষ 91 হাজার 233 টাকা

2021-22 সালে আয় ফের বেড়ে হয় 37 লক্ষ 21 হাজার 385 টাকা

2022-23 সালে আয় হয়েছে 34 লক্ষ 16 হাজার 873 টাকা

হলফনামায় সৌগত রায়ের প্রয়াত স্ত্রী ডলি রায়ের শেষ পাঁচ বছরের বার্ষিক আয় দেখানো হয়েছে:

2018-19 অর্থবর্ষে সৌগতর প্রয়াত স্ত্রী ডলি রায়ের আয় 7 লক্ষ 35 হাজার 355 টাকা 2

2019-20 অর্থবর্ষে ওই আয় কমে হয় 7 লক্ষ 21 হাজার 153 টাকা

2020-21 অর্থবর্ষে আয় আরও কমে হয় 6 লক্ষ 5 হাজার 10 টাকা

20​21-22 অর্থবর্ষে আয় আরও বেড়ে হয় 6 লক্ষ 56 হাজার 419 টাকা

2022-23 অর্থবর্ষেও আয় বেড়ে হয়েছে 6 লক্ষ 66 হাজার 106 টাকা

সৌগত রায়ের অস্থাবর সম্পত্তি:

এই মুহূর্তে সৌগত রায়ের হাতে রয়েছে নগদ 20 হাজার টাকা

বিভিন্ন ব্যাংকে সৌগত রায়ের মোট জমা টাকার পরিমাণ 3 কোটি 49 লক্ষ 904 টাকা

মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা

দুটি কারেন্ট অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় 2 লক্ষ টাকা

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে রয়েছে 3 লক্ষ 48 হাজার টাকার

সৌগত রায়ের নামে 3টি (ডিজায়ার, জিপসি ও বোলেরো) গাড়ি রয়েছে । যার বাজারমূল্য 17 লক্ষ 66 হাজার টাকা।

এছাড়াও প্রয়াত স্ত্রী ডলি রায়ের নামে রয়েছে 16 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট

স্ত্রীর নামে আছে একটি 5 লক্ষ 4 হাজার টাকা মূল্যের ডিজায়ার গাড়ি

সৌগত রায় কিংবা তাঁর প্রয়াত স্ত্রীর কোনও সোনার গয়না নেই

সৌগত রায়ের স্থাবর সম্পত্তি:

লেক গার্ডেন্সে 2 হাজার 250 বর্গফুটের জমিতে 1 হাজার 100 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট, যার বর্তমান বাজার মূল্য 15 লক্ষ টাকা

প্রয়াত স্ত্রীর নামে গড়িয়াহাটে রয়েছে একটি 200 বর্গফুটের বাণিজ্যিক ঘর, যার বর্তমান মূল্য 25 লক্ষ টাকা

এছাড়া তাঁর স্ত্রীর নামে লেক গার্ডেন্সে একটি 800 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য 70 লক্ষ টাকা

সৌগত রায়ের বিরুদ্ধে মামলা:

সিবিআইয়ের খাতায় প্রবীণ এই তৃণমূল নেতার নামে একটি মামলা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. 5 বছরে দ্বিগুণ হয়েছে পার্থ ভৌমিকের সম্পত্তি, রইল বিস্তারিত
  2. বেতন ও ভাতা থেকে আয়েই কোটিপতি দিলীপ ঘোষ
  3. 100 কোটির উপর স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদের পরিমাণও কোটিতে বিহারীবাবুর

ABOUT THE AUTHOR

...view details