দমদম, 12 মে: বিদায়ী সাংসদ তথা বর্তমান প্রার্থী সৌগত রায়কে দমদম লোকসভা কেন্দ্রে ফের বাজি ধরেছে তৃণমূল কংগ্রেস । সিপিআইএমের অমিতাভ নন্দীকে পরাজিত করে 2009 সালে প্রথমবার দমদম কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রবীণ এই তৃণমূল নেতা । তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি । দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পাশে থেকে অনুগত সৈনিকের মতো কাজ করে গিয়েছেন সদ্য 76 পার করা সৌগত রায় ।
বয়সে প্রবীণ এই রাজনীতিবিদ অভিষেক জমানায় নবীন প্রজন্মের সঙ্গেও সাবলীলভাবে সমানে সঙ্গ দিয়ে চলেছেন । 1977 সাল থেকেই তিনি সংসদীয় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন । দমদম কেন্দ্র থেকে পরপর তিনবার এবং তারও আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে একবার সাংসদ হিসেবে জয়ী সৌগত রায় শুধু সাংসদ হিসেবেই নিজের দক্ষতার পরিচয় দেননি । টানা পাঁচবার বিধায়ক থাকাকালীনও সমানতালে রাজনীতির কর্মকাণ্ডের ছাপ রেখে গিয়েছেন বরিষ্ঠ এই শাসক নেতা । প্রচলিত আছে যে, ভোট রাজনীতিতে নাকি কখনও হারতে শেখেননি সৌগত রায় । কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কখনও তিনি পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব সামলেছেন । আবার ইউপিএ আমলে নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও ছিল তাঁর কাঁধে । এমনই চওড়া পোর্টফোলিয়ো থাকা নেতার গায়েও অবশ্য লেগেছে কালির দাগ । রোজ ভ্যালি পঞ্জি দুর্নীতি, নারদা-কাণ্ডে জড়ায় তাঁর নাম ।
তবুও দল প্রবীণ এই নেতার উপর থেকে আস্থা হারায়নি । 2024 লোকসভা ভোটে ফের দমদম কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে তাঁকে । ঘাসফুল শিবিরের হয়ে সৌগত রায় যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে, তেমনই তাঁর বিপরীতে এবারে লাল ঝান্ডার প্রতীকে লড়াই করছেন সিপিএমের ডাকাবুকো নেতা সুজন চক্রবর্তী । রয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী শীলভদ্র দত্তও । সৌগত'র বিপক্ষে যুযুধান দুই হেভিওয়েট প্রার্থী কার্যত তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন । মজা করে অনেকে বলছেন, 'এবার দমদমে সাদা চুলের লড়াই ।’
ইতিমধ্যে, মনোনয়ন জমা দিয়েছেন বারাসতে জেলাশাসকের দফতরে । সেই মনোনয়নে তাঁকে দাখিল করতে হয়েছে সম্পত্তির হলফনামাও । সম্পত্তির যে খতিয়ান তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তাতে ঠিক কী কী রয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক !
গত 5 বছরে সৌগত রায়ের বার্ষিক আয়:
2018-19 অর্থবর্ষে 30 লক্ষ 10 হাজার 116 টাকা
2019-20 অর্থবর্ষে আয় বেড়ে হয় 30 লক্ষ 47 হাজার 23 টাকা
2020-21 অর্থবর্ষে আয় কমে হয় 26 লক্ষ 91 হাজার 233 টাকা
2021-22 সালে আয় ফের বেড়ে হয় 37 লক্ষ 21 হাজার 385 টাকা
2022-23 সালে আয় হয়েছে 34 লক্ষ 16 হাজার 873 টাকা
হলফনামায় সৌগত রায়ের প্রয়াত স্ত্রী ডলি রায়ের শেষ পাঁচ বছরের বার্ষিক আয় দেখানো হয়েছে:
2018-19 অর্থবর্ষে সৌগতর প্রয়াত স্ত্রী ডলি রায়ের আয় 7 লক্ষ 35 হাজার 355 টাকা 2
2019-20 অর্থবর্ষে ওই আয় কমে হয় 7 লক্ষ 21 হাজার 153 টাকা
2020-21 অর্থবর্ষে আয় আরও কমে হয় 6 লক্ষ 5 হাজার 10 টাকা
2021-22 অর্থবর্ষে আয় আরও বেড়ে হয় 6 লক্ষ 56 হাজার 419 টাকা