বসিরহাট, 18 মে:রাজ্য রাজনীতিতে 'হটস্পট' এখন সন্দেশখালি। প্রতিনিয়ত কোনও না কোনও ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রাম ৷ বাড়ছে প্রতিবাদী মহিলাদের একাংশের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের পরিমাণ ৷ বহু চর্চিত এই কেন্দ্র থেকে এবার খেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট ৷ সন্দেশখালির প্রতিবাদে সামিল হয়েছিলেন এই বাম নেতা ৷
অন্যদিকে, সন্দেশখালির আরেক প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি ৷ এবারের লোকসভা নির্বাচনে রেখা পদ্ম শিবিরের 'তুরুপের তাস' ৷ সেইসঙ্গে তৃণমূলের টিকিটে লড়াই করছেন দীর্ঘদিনের রাজনীতিক হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। বাদ নেই আইএসএফ । বসিরহাটে 'ভাইজানের' দল আইএসএফের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতার রহমান বিশ্বাস। ফলে চতুর্মুখী লড়াইয়ে রীতিমতো জমজমাট বসিরহাট লোকসভা কেন্দ্র।
মূলত পিছিয়ে থাকা মানুষের নেতা হিসেবে পরিচিত নিরাপদ সর্দার । পরিবর্তনের ঝড়ে 2011 সালের বিধানসভা ভোটে সন্দেশখালি থেকে জিতে লাল ঝান্ডার অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন এই নেতা । সেবার রাজ্যেজুড়ে পর্যুদস্ত হলেও বসিরহাট লোকসভার তিনটি বিধানসভাতে জয়ের স্বাদ পেয়েছিল বামপন্থীরা । আর বিধায়ক হয়েই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে শেখ শাজাহান, শিবু হাজরার মতো নেতাদের অত্যাচারের কথা বিধানসভায় তুলে ধরেছিলেন নিরাপদ সর্দার । তখন অবশ্য এনিয়ে খুব একটা মাথাব্যথা ছিলনা তৃণমূল সরকারের । 12 বছর পর সেই সন্দেশখালিই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে । ইতিমধ্যে এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন নিরাপদ ৷ জমা দিয়েছেন নিজের সম্পদের খতিয়ানও ৷
বাম প্রার্থীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী:
নিরাপদ সর্দার একজন প্রাক্তন বিধায়ক এবং পেনশন প্রাপক হয়েও কোনও বার্ষিক আয়ের রিটার্ন দাখিল করেননি বলেই হলফনামা থেকে জানা গিয়েছে । অবশ্য তাঁর স্ত্রী দীপা মুন্ডা সর্দারের নামে শেষ দু'বছরের রিটার্ন জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে হলফনামায় ৷
দীপার বার্ষিক আয়:
দীপা একজন পার্শ্ব শিক্ষক বলে উল্লেখ রয়েছে হলফনামায় । 2022-23 অর্থবর্ষে নিরাপদ সর্দারের স্ত্রী দীপার বার্ষিক আয় 4 লক্ষ 35 হাজার 300 টাকা । 2023-24 অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়েছে 4 লক্ষ 44 হাজার 80 টাকা ৷