পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পড়ুয়াদের বিক্ষোভে মালদা মেডিক্যালে যোগ না দিয়ে ফিরলেন আরজি কর থেকে বদলি হওয়া অধ্যাপক - Malda Medical College - MALDA MEDICAL COLLEGE

Malda Medical College: আরজি কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী ৷ আরজি কর-কাণ্ডের পর তাঁকে মালদা মেডিক্যাল কলেজে বদলি করা হয় ৷ সেই নিয়ে সেখানে আগে থেকেই বিক্ষোভ করা হচ্ছিল ৷ বৃহস্পতিবার সেখানে কাজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অরুণাভ দত্ত চৌধুরী ৷ পরে তিনি কাজে যোগ না দিয়ে ফিরে যান ৷

Malda Medical College
মালদা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 3:35 PM IST

Updated : Aug 29, 2024, 6:02 PM IST

মালদা, 29 অগস্ট: কাজে যোগ দিতে এসে মালদা মেডিক্যালে পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন আরজি কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী ৷ সমস্ত অভিযোগ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তাঁকে মালদা মেডিক্যালের অধ্যাপক হিসাবে মেনে নেওয়া হবে না বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা ৷ যদিও এই নিয়ে তাঁরা এদিন কোনও সংবাদমাধ্যমের ক্যামেরায় মুখ খুলতে রাজি হননি ৷ তবে মালদা মেডিক্যালের অধ্যক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গে এনিয়ে তাঁরা বৈঠকে বসছেন ৷

পড়ুয়াদের বিক্ষোভে মালদা মেডিক্যালে যোগ না দিয়ে ফিরলেন আরজি কর থেকে বদলি হওয়া অধ্যাপক (ইটিভি ভারত)

উল্লেখ্য, দু’দিন আগেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভকারী চিকিৎসক পড়ুয়ারা জানিয়ে দিয়েছিলেন, মালদা মেডিক্যাল আবর্জনার স্তূপ নয় ৷ আরজি কর মেডিক্যালের কোনও অধ্যাপককে মালদা মেডিক্যালে যোগ দিতে দেওয়া হবে না ৷ তেমন হলে প্রয়োজনে মালদা মেডিক্যালে তালা লাগিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন চিকিৎসক পড়ুয়ারা ৷ বৃহস্পতিবার তাঁরা হুঁশিয়ারি মোতাবেকই কাজ করলেন ৷

আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন-কাণ্ডে যে ক’জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী অন্যতম ৷ ওই ঘটনায় জনরোষের আঁচ পেয়ে বাকি অভিযুক্তদের সঙ্গে তাঁকেও তড়িঘড়ি বদলি করে দেওয়া হয় ৷ 31 অগস্টের মধ্যে অরুণাভকে মালদা মেডিক্যালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ ওই নির্দেশিকা জারির পর থেকেই অরুণাভর কোনও খোঁজ মিলছিল না ৷ অবশেষে এ দিন তিনি মালদা মেডিক্যালে কাজে যোগ দিতে আসেন ৷

মালদা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ (নিজস্ব চিত্র)

অভয়ার মর্মান্তিক পরিণতির ঘটনায় দোষীদের ফাঁসি ওবং নিজেদের নিরাপত্তার দাবিতে এখনও মালদা মেডিক্যালে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ রাজ্যের প্রতিটি মেডিক্যালেই এই ইস্যু নিয়ে টানা কর্মবিরতি চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা ৷ এমনকি সুপ্রিম কোর্টের আবেদনেও তাঁরা কাজ শুরু করেননি ৷ এই আবহেই এ দিন দুপুরে মালদা মেডিক্যালে আসেন অরুণাভ দত্ত চৌধুরী ৷ তাঁকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন ধরনায় বসে থাকা চিকিৎসক পড়ুয়ারা ৷ তাঁরা অরুণাভর পিছন পিছন অধ্যক্ষের ঘর পর্যন্ত চলে আসেন ৷

অবশ্য তার আগে থেকেই অধ্যক্ষের ঘরে অপেক্ষা করছিলেন বেশি কিছু চিকিৎসক পড়ুয়া ৷ পড়ুয়াদের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে, ততক্ষণ তাঁকে মালদা মেডিক্যালের অধ্যাপক হিসাবে মেনে নেওয়া হবে না ৷ তাঁকে এখানে কাজ করতেও দেওয়া হবে না ৷ ঘটনার খবর পেয়ে মেডিক্যালে চলে আসে স্থানীয় ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী ৷ পুলিশের উপস্থিতিতে ছাত্র বিক্ষোভ বড়সড় আকার নিতে পারেনি ৷

এ দিন অধ্যক্ষের ঘরে বসে আরজি করের প্রাক্তন বিভাগীয় প্রধান কোনও কথা বলেননি ৷ সংবাদমাধ্যমের ক্যামেরার দিকেও তাকাননি ৷ ফলে তাঁর কোনও মন্তব্য পাওয়া সম্ভব হয়নি ৷ তবে মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “আজ উনি আমাদের কাছে এসেছেন ৷ জয়েনিং অর্ডার নিয়ে এসে তিনি এই মেডিক্যালে কাজে যোগদান করতে চান বলে জানিয়েছেন ৷ এতক্ষণ আমরা একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম ৷ আমরা বিষয়টি দেখছি ৷ এনিয়ে আমরা পড়ুয়াদের সঙ্গেও কথা বলব ৷ কথা বলব ঊর্ধবতন কর্তৃপক্ষের সঙ্গেও ৷ অরুণাভবাবু এখনও কাজে যোগ দেননি ৷ কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন মাত্র ৷”

পরে যোগদান না করেই ফিরে গেলেন আরজি কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী । এই মালদা মেডিক্য়ালের প্রিন্সিপ্যাল পার্থপ্রতীম মুখোপাধ্যায় জানান, চিকিৎসক পড়ুয়াদের আপত্তির কারণে আজ অরুণাভবাবু যোগদান করতে পারেননি । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

Last Updated : Aug 29, 2024, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details