পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ, সিআইডি তলবে অর্জুনের 'সুপ্রিম' হুমকি - ARJUN SINGH ON CID SUMMON

বারবার সিআইডি'র তলব ৷ এবার হয়রানি এড়াতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং৷

Arjun Singh
ভবানী ভবনে যাওয়ার আগে অর্জুন সিং (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 18 hours ago

ভাটপাড়া, 9 জানুয়ারি: ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পর ফের সিআইডি তলব করল অর্জুন সিংকে। পুরসভার ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগে এবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ডেকে পাঠিয়েছে সিআইডি । বৃহস্পতিবার হাজিরা দিতে ভাটপাড়ার বাড়ি থেকে ভবানীভবনে যান বিজেপি নেতা অর্জুন সিং।

সিআইডি দফতরে হাজিরা দেওয়ার আগে এদিন ফের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে অর্জুন বলেন,"তদন্ত যাঁরা করছে, তাঁরা কিছুই জানে না । রাজ-রানিদের কথাতে তাঁরা চলছে । ভাবছে এভাবেই সব চলতে থাকে । সরকার পরিবর্তন হলে এই সমস্ত 'হেনস্থাকারী' সরকারি আধিকারিকদের ছেড়ে দেওয়া হবে না । প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বিজেপি সরকার ।" এদিন মিথ্যা মামলায় হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ।

অর্জুন সিংয়ের বক্তব্য (ইটিভি ভারত)

প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় এর আগেও বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছিল সিআইডি । সেই সময় 'রাসায়নিক স্প্রে'-র আশঙ্কায় তিনি চোখে বিশেষ এক ধরনের চশমা পড়ে ভবানী ভবনে গিয়েছিলেন । সেই আশঙ্কা এখনও রয়েছে ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদের মনে । ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় বুধবারই ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করেছিল তাঁকে । ওই একই দিনে অন‍্য একটি মামলায় সিআইডি তলব করে অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে । যদিও, সেই তলবে সাড়া দেননি বাবা-ছেলে দু'জনের কেউই । তারই মধ্যে এবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে সিআইডি'র সদর দফতরে ভবানী ভবনে তলব করা হয় অর্জুন সিংকে ।

এই বিষয়ে তিনি বলেন,"মিথ্যা মামলায় বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে । সিআইডি কর্তাদের জানিয়েছিলাম, গাড়ির তেল পুড়িয়ে ভবানী ভবনে না ডেকে ব‍্যারাকপুরের কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ করতে । শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বারবার আমাকে ডেকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা চলছে । চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা গরিব মানুষের উপকারে ব‍্যবহার করা হয় । অনেক সময় সরকার টাকা দিতে না পারার জন্য এই ফান্ড থেকে বিভিন্ন খাতে টাকা প্রদান করা হয়েছে নিম্নবর্তী পরিবারকে । সেখানে টাকা নয়ছয়ের অভিযোগ আসল কোথা থেকে ?"

ABOUT THE AUTHOR

...view details