পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদা বাম-গড় আরামবাগের কুর্সি পেতে দুই ফুলের জোর লড়াই - Lok Sabha Election 2024

Arambagh Constituency West Bengal Lok Sabha election 2024 party wise candidates counting and review: একটা সময়ে বাম দুর্গ হিসেবে পরিচিত আরামবাগ লোকসভা 2014 সালের পর থেকে তৃণমূলের দখলে ৷ তবে গত বিধানসভায় এই এলাকায় ভালো ফল করেছে বিজেপি ৷ লোকসভাতেও কি তারা ভেলকি দেখাবে ? নাকি ফ্যাক্টর হবে বামেরা ? কার দখলে যাবে কুরসি ? উত্তর খুঁজল ইটিভি ভারত ৷

Arambagh Constituency West Bengal
আরামবাগ লোকসভা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 1:31 PM IST

আরামবাগের কুর্সি কার ? (ইটিভি ভারত)

আরামবাগ, 18 মে:একটা সময় বামদুর্গ হিসেবে পরিচিত ছিল আরামবাগ । এখান থেকেই রেকর্ড ভোটে জয়ী হয়ে সাত বারের সংসদে গিয়েছিলেন সিপিআইএমের অনিল বসু । 2014 সালে প্রথম তৃণমূলের দখলে যায় এই লোকসভা । কিন্তু কালের চক্রে বিধানসভা ভোটে বিজেপির পাল্লা ভারী হয়ে যায়। এ বার লোকসভা ভোটেও আরামবাগে হাওয়া তাদেরই দিকে বলে দাবি করছে বিজেপি । কিন্তু তৃণমূল জমি ফেরানোর লড়াইয়ে নেমেছে। তৃণমূলের জয়ী প্রার্থীর বদলে নতুন মুখ এনেছে । আরামবাগে লড়াই এখন তৃণমূলের মমতা ও বিজেপির মোদির সঙ্গে । প্রার্থীর পরিচিতির থেকেও রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নেমেছে দুই দল । যদিও বামের তরফে লড়াইয়ে সামিল নতুন প্রজন্মের মুখ ৷ এই ত্রিমুখী লড়াইয়ে জনতা কাকে কুর্সিতে বসাবে, তারই খোঁজে ইটিভি ভারত ৷

2024 লোকসভা নির্বাচনে প্রার্থী: আরামবাগ অর্থাৎ আরামের বাগান । এই আরামের বাগানে পদ্ম ফুটবে ? নাকি জোড়া ফুল ? নাকি পুরনো জমি ফিরে পাবে কাস্তে হাতুড়ি তারা ? ত্রিমুখী লড়াইয়ে জেতার ব্যাপারে 100 শতাংশ আত্মবিশ্বাসী তিন দলই ৷ এ বার লোকসভা নির্বাচনে তিনটিই একেবারে নতুন মুখ । এখানে তৃণমূলের হয়ে লড়ছেন মিতালি বাগ । বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার । আর সিপিআইএম-এর সৈনিক বিপ্লব মৈত্র । বিনা যুদ্ধে কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ তিন দলের প্রচার চলছে জোরকদমে ।

আরামবাগ লোকসভা কেন্দ্র প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

ইতিহাস: স্বাধীনতা আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এই আরামবাগে । এই লোকসভা কেন্দ্রটির একটা বড় অংশ দামোদর–দ্বারকেশ্বরের পলিমাটি দ্বারা গঠিত সমভূমি । এই লোকসভার অন্তর্গত অধিকাংশ এলাকা কৃষিসমৃদ্ধ এবং এই লোকসভা কেন্দ্র চাল কল এবং কোল্ড স্টোরেজের জন্য বিখ্যাত । ধান ও আলুই এখানকার প্রধান ফসল । তাই তিন দলেরই প্রচারের অন্যতম ফোকাস রয়েছে কৃষক ও কৃষিজমির উপর ৷

বিধানসভা এলাকা: আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । খানাকুল, পুরশুড়া, তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনা, গোঘাট ও আরামবাগ । আরামবাগ লোকসভা কেন্দ্রের ছয়টি বিধানসভা কেন্দ্র হুগলি জেলায়, আর একটি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় ।

2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

2019 লোকসভা নির্বাচনের ফল: 2019 সালের লোকসভা নির্বাচনে আরামবাগে হয় জোর লড়াই ৷ তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার 6 লাখ 49 হাজার 929টি ভোট পেয়ে জিতে নেন আরামবাগ কেন্দ্র ৷ মাত্র 1142টি ভোটের ব্যবধানে জয়ী হন অপরূপা। দ্বিতীয় স্থানে থেকে বিজেপির তপন কুমার রায় পান 6 লাখ 48 হাজার 787টি ভোট । সিপিআইএম প্রার্থী শক্তি মোহন মালিক পান 1 লাখ 520টি ভোট ।

অতীতের নির্বাচনী ফলাফল: 1980 সালের পর থেকে সম্পূর্ণ রূপে বামেদের হাতে চলে যায় এই লোকসভা কেন্দ্র । 34 বছর পর 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দারের দখলে রয়েছে আরামবাগ । যদিও 2021 সালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে 4টি বিধানসভা বিজেপির ঝুলিতে চলে যায় । বাকি তারকেশ্বর, হরিপাল এই দুটি বিধানসভা এখনও তৃণমূলের দখলে রয়েছে ।

চব্বিশের লড়াইয়ের সমীকরণ: আরামবাগ লোকসভা কেন্দ্রে চব্বিশের লড়াই তিন নতুন মুখের ৷ তৃণমূল প্রার্থী মিতালি বাগের এ বারের নির্বাচনে প্রধান হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই মিতালি বাগের হয়ে প্রচার করে গিয়েছেন । বিরোধী পক্ষকে ‘চোর’ ও 'কৃষকবিরোধী' বলে তোপ দেগেছে শাসক দল । কাস্তে হাতুড়ি ভোঁতা হয়ে গিয়েছে আর পদ্ম ফুল শুকিয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছেন মিতালি ।

আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার 2008 সালে সক্রিয় রাজনীতিতে যোগদান করেছেন ৷ তাঁর প্রচারের প্রধান হাতিয়ার দুর্নীতিমুক্ত সরকার গঠন । গেরুয়া রঙই শিক্ষা এবং বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে দিতে পারে বলে দাবি অরূপকান্তির । তাঁর সমর্থনে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের 5টি আসনে জয়ী হওয়ায় অনেকটাই আশাবাদী বিজেপি । সেই অঙ্কটা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির ।

অপরদিকে, সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তাঁর প্রচারের প্রধান হাতিয়ার করেছেন মানুষের হক রুটি-রুজির লড়াইকে। বিধানসভা ভোটে শূন্য পেলেও আশা হারাননি খানাকুলের তিনবারের বিধায়ক বংশীবদন মৈত্রের ছেলে বিপ্লব মৈত্র । মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারে তিনি কর্মসংস্থানের স্বপ্ন বিলি করছেন ৷ এ বারও লড়াই হবে সেয়ানে সেয়ানে ৷ তবে আরামবাগের মানুষের রায়ে কুর্সিতে কে বসেন, তার জন্য অপেক্ষা আর কিছুদিনের ৷

আরও পড়ুন:

  1. লকেট না রচনা, কে হবেন হুগলির 'দিদি নম্বর 1'
  2. ফের পদ্মে শিল্পতালুক, নাকি দুর্গাপুরের পিচে এবার নতুন কীর্তি ?
  3. কৃষ্ণনগরে হাইভোল্টেজ লড়াই, মহুয়া কি পারবেন কুর্সি ধরে রাখতে ?

ABOUT THE AUTHOR

...view details