আরামবাগ, 18 মে:একটা সময় বামদুর্গ হিসেবে পরিচিত ছিল আরামবাগ । এখান থেকেই রেকর্ড ভোটে জয়ী হয়ে সাত বারের সংসদে গিয়েছিলেন সিপিআইএমের অনিল বসু । 2014 সালে প্রথম তৃণমূলের দখলে যায় এই লোকসভা । কিন্তু কালের চক্রে বিধানসভা ভোটে বিজেপির পাল্লা ভারী হয়ে যায়। এ বার লোকসভা ভোটেও আরামবাগে হাওয়া তাদেরই দিকে বলে দাবি করছে বিজেপি । কিন্তু তৃণমূল জমি ফেরানোর লড়াইয়ে নেমেছে। তৃণমূলের জয়ী প্রার্থীর বদলে নতুন মুখ এনেছে । আরামবাগে লড়াই এখন তৃণমূলের মমতা ও বিজেপির মোদির সঙ্গে । প্রার্থীর পরিচিতির থেকেও রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নেমেছে দুই দল । যদিও বামের তরফে লড়াইয়ে সামিল নতুন প্রজন্মের মুখ ৷ এই ত্রিমুখী লড়াইয়ে জনতা কাকে কুর্সিতে বসাবে, তারই খোঁজে ইটিভি ভারত ৷
2024 লোকসভা নির্বাচনে প্রার্থী: আরামবাগ অর্থাৎ আরামের বাগান । এই আরামের বাগানে পদ্ম ফুটবে ? নাকি জোড়া ফুল ? নাকি পুরনো জমি ফিরে পাবে কাস্তে হাতুড়ি তারা ? ত্রিমুখী লড়াইয়ে জেতার ব্যাপারে 100 শতাংশ আত্মবিশ্বাসী তিন দলই ৷ এ বার লোকসভা নির্বাচনে তিনটিই একেবারে নতুন মুখ । এখানে তৃণমূলের হয়ে লড়ছেন মিতালি বাগ । বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার । আর সিপিআইএম-এর সৈনিক বিপ্লব মৈত্র । বিনা যুদ্ধে কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ তিন দলের প্রচার চলছে জোরকদমে ।
ইতিহাস: স্বাধীনতা আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এই আরামবাগে । এই লোকসভা কেন্দ্রটির একটা বড় অংশ দামোদর–দ্বারকেশ্বরের পলিমাটি দ্বারা গঠিত সমভূমি । এই লোকসভার অন্তর্গত অধিকাংশ এলাকা কৃষিসমৃদ্ধ এবং এই লোকসভা কেন্দ্র চাল কল এবং কোল্ড স্টোরেজের জন্য বিখ্যাত । ধান ও আলুই এখানকার প্রধান ফসল । তাই তিন দলেরই প্রচারের অন্যতম ফোকাস রয়েছে কৃষক ও কৃষিজমির উপর ৷
বিধানসভা এলাকা: আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । খানাকুল, পুরশুড়া, তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনা, গোঘাট ও আরামবাগ । আরামবাগ লোকসভা কেন্দ্রের ছয়টি বিধানসভা কেন্দ্র হুগলি জেলায়, আর একটি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় ।
2019 লোকসভা নির্বাচনের ফল: 2019 সালের লোকসভা নির্বাচনে আরামবাগে হয় জোর লড়াই ৷ তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার 6 লাখ 49 হাজার 929টি ভোট পেয়ে জিতে নেন আরামবাগ কেন্দ্র ৷ মাত্র 1142টি ভোটের ব্যবধানে জয়ী হন অপরূপা। দ্বিতীয় স্থানে থেকে বিজেপির তপন কুমার রায় পান 6 লাখ 48 হাজার 787টি ভোট । সিপিআইএম প্রার্থী শক্তি মোহন মালিক পান 1 লাখ 520টি ভোট ।