বোলপুর, 8 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোর কমিটির বৈঠকে থাকবেন অনুব্রত মণ্ডল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে এই বার্তাই জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দিলেন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ৷ আর তারপরেই তৃণমূল নেত্রীর নির্দেশে কীসের ইঙ্গিত রয়েছে, তারই জবাব খুঁজতে নেমে পড়েছে জেলার রাজনৈতিক মহল ৷
উল্লেখ্য, আগামী 16 নভেম্বর বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির বৈঠক হবে ৷ সেখানে অনুব্রত মণ্ডল থাকবেন নাকি থাকবেন না, সেই নিয়ে জলঘোলা চলছিলই ৷ বিশেষত, বৃহস্পতিবার ঘনিষ্ঠমহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পর, অনুব্রত কামব্যাকে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল ৷ আর তার 24 ঘণ্টার মধ্যেই তৃণমূল সুপ্রিমোর তরফে নির্দেশ দেওয়া হল যে কোর কমিটির বৈঠকে থাকতে পারবেন অনুব্রত ৷
অভিষেক তাঁর জন্মদিনে ঘনিষ্ঠমহলে ব্যক্তিগত মত হিসেবে জানিয়েছিলেন, বীরভূমে সাংগঠনিক রদবদলের পক্ষে নন তিনি ৷ যে কোর কমিটি তৈরি করা হয়েছিল, তারা লোকসভা নির্বাচনে ভালো কাজ করেছে ৷ তাই সেই কোর কমিটিই থাকুক, এমনটাই তিনি চান ৷ এমনকি, 'আনুগত্য' নয়, 'যোগ্যতা'কে জেলার সংগঠনে গুরুত্ব দেওয়া কথা বলেছিলেন অভিষেক ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর মন্তব্যের ইঙ্গিত ছিল অনুব্রত মণ্ডল ৷ কিন্তু, এমনটা হলে যে, অনুব্রতর বীরভূমের জেলা সভাপতি পদে ফেরা হবে না ! তবে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নয়া কোনও সমীকরণের গন্ধ পাচ্ছে জেলার রাজনৈতিক মহল ৷
এক্ষেত্রে আরও একটি বিষয় উঠে আসছে ৷ তা হল, কোর কমিটির একাংশের সঙ্গে অনুব্রতর সম্পর্ক ৷ আরও স্পষ্ট করে বললে, কাজল শেখ এবং অনুব্রতর সম্পর্ক ৷ প্রশ্ন উঠছে, 16 নভেম্বরের কোর কমিটির বৈঠকে কি ঘুচতে চলেছে কাজল-কেষ্টর দূরত্ব ? এছাড়া, কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের ভূমিকা কী হবে ?