পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কারামন্ত্রীকে সঙ্গে নিয়ে বীরভূমে 'খেলা শুরু' অনুব্রতর - ANUBRATA MONDAL

শনির পর রবিতেও ফুটবল ম্যাচের সূচনায় অনুব্রত মণ্ডল ৷ তাঁর সঙ্গে ছিলেন কারামন্ত্রী ৷ মাঠে নেমে গোলের দিকে ফুটবল ঠেলে ফাইনাল ম্যাচের সূচনাও করেন তাঁরা।

Anubrata Mondal and Chandranath Sinha
পাড়ুইয়ে ফুটবল ম্যাচের উদ্বোধনে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 9:43 PM IST

পাড়ুই, 10 নভেম্বর: ফের বীরভূমের ময়দানে 'খেলা শুরু' অনুব্রত মণ্ডলের। সঙ্গী রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রবিবার পাড়ুইয়ের বাতিকা গ্রামে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অতিথি হিসেবে অংশ নেন দু'জনে।

মাঠে নেমে গোলের দিকে ফুটবল ঠেলে দিয়ে ফাইনাল ম্যাচের সূচনাও করেন অনুব্রত ও মন্ত্রী ৷ আগের 'দিনই খেলায় ফেরার' বার্তা দিয়েছিলেন তিনি ৷ এদিন, অনুব্রতকে দেখতে গ্রামের মাঠে উপচে পড়ে ভিড় ৷

ফুটবল ম্যাচের উদ্বোধনে অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)
একদা যে কোনও নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের একাধিক মন্তব্য থাকত সংবাদ শিরোনামে । বিশেষ করে তাঁর 'খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে' স্লোগান রাজ্যজুড়ে সাড়া ফেলেছিল। নিন্দা, বিতর্ক, কটাক্ষ সবই হত। মানে জনপ্রিয়তার কোনও অংশে কমতি ছিল না ৷ 2 বছর পর গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন এই দাপুটে তৃণমূল নেতা ।
ম্যাচ উদ্বোধনের আগে এক মাঠে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহা (ইটিভি ভারত)

ফিরেই এক এক করে বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে রাজনীতির মদয়ানে নেমে পড়েছেন 'কেষ্ট' ৷ শুরু হয়েছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই এবং স্নায়ুযুদ্ধ ৷ জেলার সংগঠন সামলাতে দলের তৈরি কোর কমিটিতে কারা থাকবেন তা নিয়েই তুমুল তরজা তৃণমূলে।

ফুটবল প্রতিযোগিতার সূচনায় এক মঞ্চে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহা (ইটিভি ভারত)
এবার অনুব্রত খেলার ময়দানেও ৷ শনিবার বোলপুর ডাকবাংলো স্টেডিয়ামে একটি ফুটবল প্রতিযোগিতার সূচনা-মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে 'খেলায় ফেরার' আর্জি জানিয়েছিলেন অনুব্রত ৷ এরপর রবিবার পাড়ুইয়ের বাতিকা গ্রামে ইক্ষুসাড়া সেভেন স্টার ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে অংশ নেন অনুব্রত মণ্ডল । সঙ্গে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি সুদীপ্ত ঘোষ-সহ অন্য নেতারা ৷

ABOUT THE AUTHOR

...view details