পাড়ুই, 10 নভেম্বর: ফের বীরভূমের ময়দানে 'খেলা শুরু' অনুব্রত মণ্ডলের। সঙ্গী রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রবিবার পাড়ুইয়ের বাতিকা গ্রামে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অতিথি হিসেবে অংশ নেন দু'জনে।
কারামন্ত্রীকে সঙ্গে নিয়ে বীরভূমে 'খেলা শুরু' অনুব্রতর - ANUBRATA MONDAL
শনির পর রবিতেও ফুটবল ম্যাচের সূচনায় অনুব্রত মণ্ডল ৷ তাঁর সঙ্গে ছিলেন কারামন্ত্রী ৷ মাঠে নেমে গোলের দিকে ফুটবল ঠেলে ফাইনাল ম্যাচের সূচনাও করেন তাঁরা।
Published : Nov 10, 2024, 9:43 PM IST
মাঠে নেমে গোলের দিকে ফুটবল ঠেলে দিয়ে ফাইনাল ম্যাচের সূচনাও করেন অনুব্রত ও মন্ত্রী ৷ আগের 'দিনই খেলায় ফেরার' বার্তা দিয়েছিলেন তিনি ৷ এদিন, অনুব্রতকে দেখতে গ্রামের মাঠে উপচে পড়ে ভিড় ৷
ফিরেই এক এক করে বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে রাজনীতির মদয়ানে নেমে পড়েছেন 'কেষ্ট' ৷ শুরু হয়েছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই এবং স্নায়ুযুদ্ধ ৷ জেলার সংগঠন সামলাতে দলের তৈরি কোর কমিটিতে কারা থাকবেন তা নিয়েই তুমুল তরজা তৃণমূলে।