কলকাতা, 19 ফেব্রুয়ারি: আর হয়তো কয়েক সপ্তাহ ৷ তার পরেই দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন ৷ এই পরিস্থিতি আইনশৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে ৷ আর তাই বাড়তি সতর্কতা লালবাজারে ৷ গুন্ডা দমন শাখার তৎপরতায় গ্রেফতার হল উত্তর কলকাতার দুই কুখ্যাত দুষ্কৃতী 'খরগোশ' ওরফে কার্তিক সোনকার এবং তার সাগরেদ 'চ্যাপ্টা' ওরফে অমিত সিং ৷
কয়েকদিন আগেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল প্রত্যেকটি ডিভিশনাল ডিসি এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে শহরের প্রতিটি কোণায় থাকা কুখ্যাত দুষ্কৃতীদের উপর নজরদারি চালাতে বলেছিলেন ৷ প্রয়োজনে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন ৷ মূলত, লোকসভা নির্বাচনের আগে কলকাতা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এই নির্দেশ দেন তিনি ৷ প্রত্যেক থানাকে নিজের এলাকায় প্রত্যেক দুষ্কৃতীর ঠিকুজি-কুষ্টি খুঁজে বের করা, তারা বর্তমানে কী করছে ? কেউ গা-ঢাকা দিয়ে রয়েছে কিনা, এমন নানান তথ্য রেকর্ডে তোলার নির্দেশ দেন বিনীত গোয়েল ৷
সেই মতো সম্প্রতি উত্তর কলকাতায় একটি গোপন অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ সেই অভিযানেই 'খরগোশ' ও 'চ্যাপ্টা'কে গ্রেফতার করা হয়েছে ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, নগরপালের নির্দেশ পাওয়ার পরেই উত্তর থেকে মধ্য এবং মধ্য থেকে দক্ষিণ প্রায় সব এলাকায় বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে ৷ ধৃত 'খরগোশ' এবং 'চ্যাপ্টা'র বিরুদ্ধে ওই এলাকায় তোলাবাজি থেকে শুরু করে অপহরণ, খুনের চেষ্টা ও মারধরের বহু অভিযোগ রয়েছে বিভিন্ন থানায় ৷ এই দু’জনের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বেশ কয়েকটি মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷