পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই - NAIHATI MURDER CASE

ক্রমশ জোরালো হচ্ছে ভিনরাজ‍্যের যোগ ৷ এখনও অধরা মূল অভিযুক্ত ৷

NAIHATI MURDER CASE
নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 6:34 PM IST

নৈহাটি (উত্তর 24 পরগনা), 7 ফেব্রুয়ারি: ভিনরাজ‍্যের যোগ ক্রমশ জোরালো হচ্ছে নৈহাটির তৃণমূল কর্মী খুনে ! ঘটনায় আবারও যোগীর রাজ‍্য উত্তরপ্রদেশ থেকে দু'জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম উপেন তাঁতি ও আকাশ সাউ । সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ-এর ছেলে আকাশ ।

এর আগে উত্তরপ্রদেশ থেকে রঞ্জিত সাউ ও নৈহাটি থানা এলাকা থেকে পলাতক রাজেশের শ‍্যালক অক্ষয় গন্ডকে পাকড়াও করেছিল ব‍্যারাকপুর কমিশনারেট । এখনও অবধি এই খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । তবে, এফআইআর-এ নাম থাকা মূল অভিযুক্ত রাজেশ সাউ-সহ আরও চারজন এখনও অধরা । ধৃতদের জেরা করে তাদের খোঁজ পেতে মরিয়া পুলিশ ।

নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই (নিজস্ব ছবি)

ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, "উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে । সেখান থেকে তাদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসা হয়েছে । শুক্রবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃত দু'জনকে তোলা হবে ব‍্যারাকপুর মহকুমা আদালতে । বাকিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে । তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয় ।"

প্রসঙ্গত, গত 31 জানুয়ারি নৈহাটির গৌরীপুর এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে টোটো থেকে নামিয়ে ইঁট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় । সেই খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে । সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, দু’টি বাইকে মোট ছ'জন একটি টোটোর পিছনে ধাওয়া করছেন । এর ঠিক পরেই গোয়ালাপাড়া রোডে টোটোটি থামিয়ে সন্তোষকে টেনে হিঁচড়ে নামানোর পর ইঁট দিয়ে অনবরত আঘাত করছেন তাঁরা ।

এক মহিলা বাঁচাতে এগিয়ে এলে তাঁকে দুষ্কৃতীদের একজন হুমকি দিচ্ছেন । সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ ঘটনার তদন্তে নামে । পুলিশ কমিশনার বদল হওয়ার 24 ঘণ্টার মধ্যেই ব‍্যারাকপুর কমিশনারেট গ্রেফতার করে মূল অভিযুক্ত রাজেশ সাউ-এর শ‍্যালক অক্ষয় গন্ডকে ।

নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব (নিজস্ব ছবি)

তারপর থেকে আর কোনও দুষ্কৃতীর হদিস মিলছিল না সেভাবে । খুনের ঘটনার ছ'দিনের মাথায় উত্তরপ্রদেশ থেকে দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিত সাউকে গ্রেফতার করে নৈহাটিতে নিয়ে আসে ব‍্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল । এরপর সেই উত্তরপ্রদেশ থেকেই গ্রেফতার করা হল বাকি ওই দু'জনকে ।

দলীয় কর্মী খুনের ঘটনার পরপরই নৈহাটির বিধায়ক সনৎ দে অভিযোগ করেছিলেন, ‘‘সন্তোষ যাদব খুনে বিহার কিংবা উত্তরপ্রদেশের যোগ থাকতে পারে । কারণ, অর্জুন সিং মানেই বিহার অথবা উত্তরপ্রদেশ ।’’ ঘটনায় চার দুষ্কৃতীর বহিরাগত যোগ ছিল বলেও দাবি করেছিলেন শাসকদলের এই বিধায়ক ।

যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা শাসকদলের ঘাড়েই খুনের দায় চাপিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং । তারই মধ্যে নৈহাটি খুনে পুলিশ আরও দুই অভিযুক্ত উপেন তাঁতি এবং আকাশ সাউকে পাকড়াও করল উত্তরপ্রদেশ থেকে । বিধায়কের দাবিকেই কার্যত সিলমোহর দিল ব‍্যারাকপুর কমিশনারেট ।

এদিকে, খুনের ঘটনার সাতদিন পরেও মাস্টারমাইন্ড রাজেশ সাউ-এর কোনও হদিস না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল !

ABOUT THE AUTHOR

...view details