পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইনি লড়াই জিতে 7 মাসের মাথায় চাকরি হারিয়ে হতাশ অনামিকা - HC VERDICT ON SSC RECRUITMENT SCAM

SSC Recruitment Panel Cancel: এসএসসি মামলার রায়দানে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ বাতিল 25 হাজার 375 জনের চাকরি ৷ চার সপ্তাহের মধ্যে বেতন 12 শতাংশ সুদের হারে ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের বিচারপতির ৷ ফের চাকরি হারালেন সাত মাস আগে সদ্য চাকরি পাওয়া অনামিকা রায় ৷

Etv Bharat
আদালতের রায়ে হতাশ শিলিগুড়ির অনামিকা রায়

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 4:18 PM IST

চাকরি হারিয়ে হতাশ অনামিকা রায়

শিলিগুড়ি, 22 এপ্রিল: দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিলেন অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউ ৷ তাই চাকরি গেলেও এঁদের টাকা ফেরত দিতে হবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আমবাড়ির হরিহর হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ের সহকারি শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন অনামিকা রায়।

অনামিকা বলেন, "অনেকদিন থেকে মামলা চলছিল। আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল। কিন্তু এমন একটা রায় হল যা ভাবা যায় না। কয়েকজন অযোগ্যদের জন্য আজ 25 হাজার প্রার্থীর চাকরি বরখাস্ত হল। আমি খুবই হতাশ। আমি ভেবেছিলাম এমন একটা রায় হবে যাতে যোগ্যপ্রার্থীদের কোনও অসুবিধা হবে না। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। তাহলে এতদিন কী তদন্ত হল? খুবই বাজে রায় হল। আমি আইনজীবীর সঙ্গে কথা বলব যে পরবর্তী পদক্ষেপ কী করা যেতে পারে।"

তিনি আরও জানান, তাঁর আইনজীবী যদিও আশ্বস্ত করেছেন ৷ কারণ 2016 সালের প্যানেল বাতিল হলেও 15 দিনের মধ্যে ফের নতুন প্যানেল তৈরি হবে ৷ সেই প্যানেলে যাঁরা সৎ উপায়ে চাকরি পেয়েছেন, তাঁদের কোনও সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে ৷

উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের এসএসসি দুর্নীতি নিয়ে রায়দানের পর সাত মাসের মাথায় চাকরিহারা হলেন অনামিকা রায়। যেন পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছে তাঁর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আইনি লড়াইয়ের পর ববিতা সরকার চাকরি পান ৷ কিন্তু আদালতে সেই ববিতার বিরুদ্ধে লড়াই জিতে চাকরি পান অনামিকা রায়। 2023 সালের 21 সেপ্টেম্বর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছিলেন অনামিকা।

কিন্তু সোমবার 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট প্রায় 25 হাজার নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। আর সেই রায়দানের পর শোরগোল পরে গিয়েছে গোটা রাজ্যরাজনীতিতে। শুধু তাই নয় 12 শতাংশ সুদের হারে চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া দিয়েছে আদালতের তরফে।

আরও পড়ুন

1. 25,753 জনের নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের

2.সিবিআই গাজিয়াবাদের গোপন তল্লাশিই ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াল এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানে

3.টাকা ও মানিব্যাগ দিয়ে ভোট কেনার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে লকেট

ABOUT THE AUTHOR

...view details