জলপাইগুড়ি, 30 মার্চ: যে সভামঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মাঠেই সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায়ের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে প্রচারে আসছেন। গত 14 মার্চ জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা ৷ এই চার লোকসভা কেন্দ্র থেকেই সমর্থকদের এনে মাঠ ভরানোর অভিযোগ করেছিল বিজেপি। আগামী 7 এপ্রিল ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জেলার বিজেপি সমর্থকদের দিয়েই মাঠ ভরানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী।
গত 14 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ময়নাগুড়ির সভায় আসার আগে এক্স হ্যান্ডেলে সভামঞ্চে বিজেপির নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর চ্যালেঞ্জ ছিল বিগত 3 বছর কেন্দ্রীয় সরকার বাংলাকে কত টাকা দিয়েছে তার নথি দেখাক। সেই মঞ্চে বিজেপির কেউ না-আসায় তৃণমূল সেনাপতি বিজেপিকে একহাত নিয়ে বলেন, "বিজেপি ভয় পেয়েছে।"
এদিকে, সব ঠিকঠাক থাকলে আগামী 7 এপ্রিল সেই মঞ্চ থেকেই অমিত শাহ অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সংস্থা ও জেলা প্রশাসনের অনুমতি মিললে টাউনক্লাব মাঠেই আগামী 7 এপ্রিল সভা করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আগামী 7 এপ্রিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে অমিত শাহ নির্বাচনী সভা করতে আসবেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচারে আসবেন অমিত শাহ।"