কলকাতা, 21 অক্টোবর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র বঙ্গ সফর বাতিল করা হল ৷ এমনটাই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ দুর্যোগের কারণে তাঁর সফর বাতিল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷
চলতি সপ্তাহেই দু'দিনের রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র । আগামী 24 অক্টোবর বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর । সূত্র মারফত জানা গিয়েছিল, আগামী 23 অক্টোবর অর্থাৎ বুধবার রাত 10টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি । তারপর নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন । তবে ঠিক সেই সময়টাই ঘূর্ণিঝড় দানার আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে ৷ যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বাংলায় ৷ সেই কারণেই অমিত শাহের সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷
বিজেপি সূত্রে খবর ছিল, রাজ্যে এসে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ । এরপর 24 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার প্রথমে কল্যাণী, তারপর আরামবাগে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর । সেগুলি সেরে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে স্বল্প সময়ের জন্য বৈঠক করতে পারেন বলেও খবর শোনা গিয়েছিল । এরপর সল্টলেকে রাজ্য ও জেলাস্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক সারার কথাও ছিল অমিত শাহ'র । সফরসূচি অনুযায়ী, বৈঠক শেষে তিনি সোজা কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির পথে রওনা দিতেন ।