আলিপুরদুয়ার, 21 জানুয়ারি: মুখ্যমন্ত্রী আসছেন শুনে মঙ্গলবার বাবার দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র অর্পণ ৷ হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মনে তাঁর অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ অপেক্ষা করতে করতেই দূরে দেখল সাদা গাড়িটা আসছে ৷ পিছনে আরও অনেক গাড়ি ৷ এদিকে পুলিশও ততক্ষণে রাস্তার ধার থেকে ভিড় সরিয়ে দিচ্ছে ৷ খুদে মন তখনও জানে না তার ইচ্ছেটা এভাবে পূরণ হয়ে যাবে ৷
এক সময় অপেক্ষার অবসান ঘটল ৷ মালঙ্গি বনবাংলো সংলগ্ন রাস্তায় অর্পণকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ তাঁর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা খুদেকে অটোগ্রাফ দেন মুখ্যমন্ত্রী ৷ ছবির উপরেই লিখে দেন 'Auto মমতা 2025' ৷ অর্পণকে দু-একটা কথা জিজ্ঞাসা করে তিনি আবার নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে খুশি অর্পণ ও তাঁর পরিবার ।
ভাষায় সে ভাবে প্রকাশ করতে না পারলেও অর্পণ যে কতটা খুশি তা ওকে দেখেই বোঝা গিয়েছে ৷ অর্পণের বাবা ভুবনেশ্বর জয়সওয়াল বলেন, "আমার সবজির দোকান ৷ তার সামনেই ছেলে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ৷ সেই সময় মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে আমার ছেলেকে অটোগ্রাফ দেন । জিজ্ঞাসা করেন কোন স্কুলে কোন ক্লাসে পড়ে ও । মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে আমরা পরিবারের সবাই খুব খুশি ।"