ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ছবি হাতে দাঁড়িয়ে খুদে, ইচ্ছেপূরণ করলেন মমতা - MAMATA BANERJEE AUTOGRAPH

মনে মনে অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ মুখ্যমন্ত্রী আসছেন শুনে তাই বাবার দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিল ছোট্ট অর্পণ ৷ থামল মমতার গাড়ি ৷ তারপর ...

Mamata Banerjee at Hasimara
বাবার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে অর্পণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 8:54 PM IST

আলিপুরদুয়ার, 21 জানুয়ারি: মুখ্যমন্ত্রী আসছেন শুনে মঙ্গলবার বাবার দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র অর্পণ ৷ হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মনে তাঁর অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ অপেক্ষা করতে করতেই দূরে দেখল সাদা গাড়িটা আসছে ৷ পিছনে আরও অনেক গাড়ি ৷ এদিকে পুলিশও ততক্ষণে রাস্তার ধার থেকে ভিড় সরিয়ে দিচ্ছে ৷ খুদে মন তখনও জানে না তার ইচ্ছেটা এভাবে পূরণ হয়ে যাবে ৷

এক সময় অপেক্ষার অবসান ঘটল ৷ মালঙ্গি বনবাংলো সংলগ্ন রাস্তায় অর্পণকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ তাঁর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা খুদেকে অটোগ্রাফ দেন মুখ্যমন্ত্রী ৷ ছবির উপরেই লিখে দেন 'Auto মমতা 2025' ৷ অর্পণকে দু-একটা কথা জিজ্ঞাসা করে তিনি আবার নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে খুশি অর্পণ ও তাঁর পরিবার ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ (ইটিভি ভারত)

ভাষায় সে ভাবে প্রকাশ করতে না পারলেও অর্পণ যে কতটা খুশি তা ওকে দেখেই বোঝা গিয়েছে ৷ অর্পণের বাবা ভুবনেশ্বর জয়সওয়াল বলেন, "আমার সবজির দোকান ৷ তার সামনেই ছেলে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ৷ সেই সময় মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে আমার ছেলেকে অটোগ্রাফ দেন । জিজ্ঞাসা করেন কোন স্কুলে কোন ক্লাসে পড়ে ও । মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে আমরা পরিবারের সবাই খুব খুশি ।"

Mamata Banerjee at Hasimara
অটোগ্রাফ পাওয়ার পর বাবার সবজির দোকানের সামনে অর্পণ (ইটিভি ভারত)
জানা গিয়েছে, এদিন মালদায় অনুষ্ঠান সেরে সরাসরি আলিপুরদুয়ারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । জলদাপাড়া বনবিভাগের মালঙ্গি বন বাংলোতে রাত্রিবাস করবেন তিনি । বুধবার দুপুরে জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক রয়েছে । সেই বৈঠক সেরে ফের যাবেন মালঙ্গি বন বাংলোতে । এরপর বৃহস্পতিবার হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি । সেই অনুষ্ঠান শেষে সেইদিনই কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর ৷

আলিপুরদুয়ার, 21 জানুয়ারি: মুখ্যমন্ত্রী আসছেন শুনে মঙ্গলবার বাবার দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র অর্পণ ৷ হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মনে তাঁর অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ অপেক্ষা করতে করতেই দূরে দেখল সাদা গাড়িটা আসছে ৷ পিছনে আরও অনেক গাড়ি ৷ এদিকে পুলিশও ততক্ষণে রাস্তার ধার থেকে ভিড় সরিয়ে দিচ্ছে ৷ খুদে মন তখনও জানে না তার ইচ্ছেটা এভাবে পূরণ হয়ে যাবে ৷

এক সময় অপেক্ষার অবসান ঘটল ৷ মালঙ্গি বনবাংলো সংলগ্ন রাস্তায় অর্পণকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ তাঁর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা খুদেকে অটোগ্রাফ দেন মুখ্যমন্ত্রী ৷ ছবির উপরেই লিখে দেন 'Auto মমতা 2025' ৷ অর্পণকে দু-একটা কথা জিজ্ঞাসা করে তিনি আবার নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে খুশি অর্পণ ও তাঁর পরিবার ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ (ইটিভি ভারত)

ভাষায় সে ভাবে প্রকাশ করতে না পারলেও অর্পণ যে কতটা খুশি তা ওকে দেখেই বোঝা গিয়েছে ৷ অর্পণের বাবা ভুবনেশ্বর জয়সওয়াল বলেন, "আমার সবজির দোকান ৷ তার সামনেই ছেলে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ৷ সেই সময় মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে আমার ছেলেকে অটোগ্রাফ দেন । জিজ্ঞাসা করেন কোন স্কুলে কোন ক্লাসে পড়ে ও । মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে আমরা পরিবারের সবাই খুব খুশি ।"

Mamata Banerjee at Hasimara
অটোগ্রাফ পাওয়ার পর বাবার সবজির দোকানের সামনে অর্পণ (ইটিভি ভারত)
জানা গিয়েছে, এদিন মালদায় অনুষ্ঠান সেরে সরাসরি আলিপুরদুয়ারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । জলদাপাড়া বনবিভাগের মালঙ্গি বন বাংলোতে রাত্রিবাস করবেন তিনি । বুধবার দুপুরে জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক রয়েছে । সেই বৈঠক সেরে ফের যাবেন মালঙ্গি বন বাংলোতে । এরপর বৃহস্পতিবার হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি । সেই অনুষ্ঠান শেষে সেইদিনই কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.