নদিয়া, 4 নভেম্বর: গভীর রাতে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় আতঙ্কে পরিবার ৷ টালির টিনের মাটির বাড়িতে বোমা বিস্ফোরণস্থলের মাত্র দুহাত দূরে এক বারান্দায় শুয়েছিলেন পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের মা ও বাবা ৷ পাশের ঘরে ছিলেন ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ৷ অপর ঘরে তাঁর স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য । সেই অবস্থায় পরপর দুটি বোমা বিস্ফোরণ হয় ৷
ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকার ৷ পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের কথায়, "রাজকুমার নামে কাউকে ডাকাডাকি করে প্রথমে গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা ৷ এরপরেই বোমা ছোড়া হয় ৷ প্রথম বোমাটি মা-বাবা শুয়ে থাকা বারান্দার কাছে, আর অপরটি ফাটে টিনের দরজায় ৷ এর ফলে দরজাটি ফেটে চৌচির হয়ে যায় ৷ তৃতীয় বোমাটি ছোড়া হলে তা একটি টিনের ফাঁকে ঢুকে যায় ৷ তবে সেটা ফাটেনি ৷ চার নম্বর বোমাটিও উঠোনে না ফাটা অবস্থায় পড়ে থাকে ৷ এই পরিস্থিতিতে পুলিশ এসে বিস্ফোরণ হওয়া বোমার টুকরো এবং না-ফাটা বোমাদুটি উদ্ধার করে নিয়ে যায় ।"
জানা গিয়েছে, হরিপুর পঞ্চায়েতের 9 নম্বর সংসদে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাসের বাড়িতে রবিবার রাতে আনুমানিক 1টা নাগাদ ভয়ংকর শব্দে চিৎকার করে ওঠে সকলে ৷ চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং বোমার মধ্যে থাকা খোয়া ও অন্যান্য ধাতব বস্তু টিনের উপর পড়তে থাকে ৷ যার ফলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় । এরপর সারা রাতে আর দু'চোখের পাতা এক করতে পারেননি পরিবারের কেউ, এমনকি প্রতিবেশীরাও তীব্র আতঙ্কে ছিলেন ।