কলকাতা, 9 জানুয়ারি:চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ ৷ লোক নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ৷ কলকাতায় বিমানবন্দরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এয়ারপোর্ট অথরিটি ৷
রাজ্যের যে কোনও জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ আবেদনের শেষ তারিখ 28 জানুয়ারি ৷ তবে আবেদন করার আগে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন ৷
পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)
শূন্য পদ: 89টি (সাধারণ-45, তফশিলি জাতি-10, তফশিলি উপজাতি-12, ওবিসি-14 এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা-8)
আবেদনের শেষ তারিখ: 28 জানুয়ারি, 2025
বেতন:মাসিক বেতন নূন্যতম 31 হাজার এবং সর্বোচ্চ 92 হাজার টাকা ৷ এছাড়াও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া'র নিয়ম অনুযায়ী অনেক সুযোগ-সুবিধা ৷
বয়স: প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে ৷
(ওবিসি'রা 3 বছর, তফশিলি জাতি ও উপজাতিরা 5 বছর বয়সের ছাড় পাবেন )৷
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাস ৷ প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে ৷ তার সঙ্গে মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে ৷ তবে উচ্চমাধ্যমিক পাস হলে সরাসরি আবেদন করতে পারবেন ৷
প্রার্থীদের হেভি ভেহিকেল লাইসেন্স, মিডিয়াম ভেহিকেল লাইসেন্স, অথবা লাইট ভেহিকেল লাইসেন্স থাকতে হবে ৷ এই লাইসেন্স ইস্যু হতে হবে অন্তত 2024 সালের 1 নভেম্বরের 2 বছর আগে ৷