পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ঘাটতি, ধান চাষের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সতর্ক কৃষি দফতর - Rainfall Deficiency - RAINFALL DEFICIENCY

Rainfall Deficiency: এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি ৷ ফলে খরিপ মরশুমে ধান চাষ বড় ধাক্কা খাচ্ছে ৷ যদি আগামিদিনে পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে চালের দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ যদিও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মনে করছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷

Rainfall Deficiency
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ঘাটতি, ধান চাষের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সতর্ক কৃষি দফতর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 3:08 PM IST

কলকাতা, 17 জুলাই: ক্যালেন্ডারে আষাঢ় পার করে শ্রাবণের আগমন হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি । আর তাতেই বড় ধাক্কা খাচ্ছে খরিপ মরশুমে ধানের চাষ । পাশাপাশি এবার ধানের চারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও রোপন করাই সম্ভব হয়নি । যা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় নামমাত্র । আর আগামিদিনে পরিস্থিতির উন্নতি যদি না হয়, তাহলে এর প্রভাব পরবর্তী সময় চালের দামে পড়বে বলে মনে করছে কৃষি দফতর ।

কৃষি দফতরের তরফ থেকে এবার খরিফ মরশুমে 41.87 লক্ষ হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু জুলাইয়ের মাঝামাঝি এসে কৃষি দফতরের কাছে যে তথ্য জমা পড়েছে, তাতে মাত্র 5.44 লক্ষ হেক্টর জমিতে ধান রোপন সম্ভব হয়েছে । হাতে আর একটা মাস রয়েছে ৷ আগামী এক মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে খরিফ মরশুমে দক্ষিণবঙ্গে ধান চাষের লক্ষ্যমাত্রায় পৌঁছানো অসুবিধার হবে ।

কৃষি দফতরের এক আধিকারিক বলেন, ‘‘জুলাই মাসের মাঝামাঝি চলে আসা মানেই ইতিমধ্যেই ধানের চারা রোপনের ক্ষেত্রে একমাস অতিবাহিত হয়ে গিয়েছে । তবে সমস্যার হল এই সময় সেভাবে বৃষ্টিপাত হয়নি । দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই 50 শতাংশের বেশি বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। এখনও পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে, তাও ধান চাষের জন্য আদর্শ নয় । যদিও হাতে এখনও একমাস সময় আছে । ধানের চারা রোপনের ক্ষেত্রে 15 অগস্ট পর্যন্ত হল আদর্শ সময় । আগামী দিনগুলিতে যদি বৃষ্টিপাতের মাত্রা বাড়ে সেক্ষেত্রে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সমস্যা হবে না । তবে যদি তেমনটা না হয়, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে । তখন বিকল্প পদ্ধতির সাহায্য নেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না ।’’

যদিও এই নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘‘এ বছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম, এটা ঠিক । তবে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয় । কারণ, এখনও আমাদের হাতে সময় আছে । আগামী দিনগুলোতে যদি ভালো বৃষ্টিপাত হয়, তাহলে দফতরের তরফ থেকে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তাতে পৌঁছাতে অসুবিধা হবে না । তবে আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখ ছি। প্রয়োজনে বিকল্প সেচের মাধ্যমে কিভাবে ধানের বীজ রোপন করা যায়, তার প্রয়াস নেওয়া হবে ।’’

উল্লেখ্য, এ রাজ্যে প্রতি বছরে আড়াই কোটি মেট্রিক টনের বেশি ধান উৎপন্ন হয় । তার মধ্যে খরিফ মরশুমেই উৎপাদিত হয় দেড় কোটি মেট্রিক টন ধান । এর বেশিরভাগটাই উৎপন্ন হয় দক্ষিণবঙ্গ থেকে । প্রসঙ্গত এবার উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত হয়েছে । ফলে সেখানে ধানের উৎপাদন ভালো হবে আশা করছে কৃষি দফতর ।

ABOUT THE AUTHOR

...view details