পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ বসিরহাটে ! পালিয়ে বাঁচলেন পদ্মপ্রার্থী - Rekha Patra Heckle - REKHA PATRA HECKLE

Agitation against Rekha Patra: বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ ধুন্ধুমার কাণ্ড হয় এলাকায় ৷ শেষে কোনওরকমে এলাকা থেকে পালিয়ে প্রাণে বাঁচেন রেখা ৷

ETV Bharat
বিক্ষোভের মুখে রেখা পাত্র

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 12:13 PM IST

Updated : Apr 30, 2024, 12:58 PM IST

বসিরহাটে রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ

বসিরহাট, 30 এপ্রিল: বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী রেখার গাড়ি লক্ষ্য করে ইট, পাটকেল ছোড়া হল । হামলার মুখে পড়ে শেষে গ্রাম থেকে পালিয়ে বাঁচলেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা ৷ ঘটনার জেরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় বসিরহাটের খড়িডাঙা গ্রামে ৷

গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের খড়িডাঙা এলাকায় বিজেপির দেওয়াললিখনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হয় ৷ এই ঘটনায় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন ৷ মঙ্গলবার সকালে আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা ৷

এদিকে তিনি এলাকায় পৌঁছতেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয় ৷ রেখাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা ৷ রেখার বিরুদ্ধে বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন ৷ তা নিয়ে প্রথম বচসা বাধে ৷ পরে বচসা থেকে ধাক্কাধাক্কিও হয় ৷ ধুন্ধুমার কাণ্ড বাধে ৷

এমনকী আরও অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছেন রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী ৷ সব মিলিয়ে তাঁদের যাবতীয় রোষ গিয়ে পড়ে প্রার্থী রেখা পাত্রের উপর ৷ অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন বিক্ষোভকারীদের একাংশ ৷

এমনকী, রেখা পাত্রের সঙ্গে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকেও লাঠি দিয়ে মারধর করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা ৷ এই পরিস্থিতি দেখে রেখা পাত্রের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তখনই বাধার মুখে পড়তে হয় রেখা পাত্র ও তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের ।

এলাকার ক্ষিপ্ত মানুষেরা লাঠি, ইটপাটকেল নিয়ে রেখা পাত্রের গাড়ির দিকে ছুটে যায় ৷ এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ ৷ রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে রেখা পাত্রের সঙ্গে থাকা অন্য গাড়িগুলিকেও আটকে দেওয়া হয় ৷ ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই খড়িডাঙার মাঝেরপাড়া এলাকায় ৷
শেষে কোনও রকমে কেন্দ্রীয় নিরাপত্তার তৎপরতায় সেখান থেকে গাড়ি ছুটিয়ে পালিয়ে বাঁচেন বিজেপি প্রার্থী রেখা পাত্র-সহ গেরুয়া শিবিরের অন্য নেতা-কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. প্রচারে বেরিয়ে ফের অসুস্থ রেখা, অক্সিজেন সাপোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী
  2. ‘রেখা পাত্রকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব আমরা’, বসিরহাটে মিছিল থেকে হুংকার শুভেন্দুর
  3. বসিরহাটের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে দাবি রেখার
Last Updated : Apr 30, 2024, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details