পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হুমকি দিয়ে আদিবাসীদের পাট্টা জমি দখলের অভিযোগ, আবাসন নির্মাণ বন্ধ করল প্রশাসন - Bolpur Land Grab Controversy - BOLPUR LAND GRAB CONTROVERSY

Bolpur Land Grab: বীরভূমের জেলাশাসকের নির্দেশে তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দফতর ৷ তাতেই পাট্টা জমি দখল করে বেসরকারি আবাসন গড়ে তোলার প্রমাণ মিলেছে ৷ তারপরেই আবাসন নির্মাণ বন্ধ করল প্রশাসন ৷

Bolpur Land Grab Controversy
আদিবাসীদের পাট্টা জমি দখল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 11:04 PM IST

পাড়ুই, 28 জুন: হুমকি দিয়ে আদিবাসীদের প্রায় 22 বিঘা জমি দখলের অভিযোগ উঠেছিল ৷ সেই ‘সবুজপত্র’ নামে বিতর্কিত আবাসনের নির্মাণ কাজ নোটিশ দিয়ে বন্ধ করে দিল বীরভূম প্রশাসন ৷ প্রাথমিক তদন্তে পাট্টা জমি দখলের নথি পেয়েছেন প্রশাসনিক আধিকারিকরা । তাই ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে জমির মাপ নেওয়ার কাজও শুরু হয়েছে । অভিযোগ, বাম আমলে দেওয়া পাট্টা জমি ভয় দেখিয়ে দখল করে আবাসন নির্মাণ শুরু হয়েছিল ।

এই প্রসঙ্গে বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘জমি দখলের অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দফতর । তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছে, যারা পাট্টা জমি দাবি করেছে, তাদের দাবি সঠিক । তাই নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে । বাকি তদন্ত চলছে ।’’

আবাসন নির্মাণ বন্ধ করল প্রশাসন (ইটিভি ভারত)

বীরভূম জেলার পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুরডাঙ্গা গ্রামে ‘সবুজপত্র’ নামে একটি আবাসন রয়েছে । অভিযোগ, প্রায় 37 জন আদিবাসী ও চাষিদের বর্গা ও পাট্টার প্রায় 22 বিঘা জমি দখল করে নেওয়া হয়েছে । জমিহারাদের অভিযোগ, ‘জমি দিবি নাকি ছেলের মাথা নিবি’, এমনই হুমকি দিয়ে জমি দখল করে নেওয়া হয়েছে ।

বাম আমলে বোলপুরের তৎকালীন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় তাঁদের পাট্টা দিয়েছিলেন । তাই জমি ফেরত পেতে বোলপুর মহকুমা শাসক, ভূমি ও ভূমি সংস্কার দফতর, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও বীরভূম জেলাশাসকের কাছে পাট্টার নথি-সহ লিখিত অভিযোগ দায়ের করেন জমিহারারা । এমনকী, জমি ফেরত পেতে ‘সবুজপত্র’ আবাসনের সামনে বিক্ষোভ, পথ অবরোধও করেছিলেন ৷ এদিন জমিহারারা বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান ।

জমিহারাদের বিক্ষোভের জেরে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে নোটিশ দিয়ে আবাসনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । অর্থাৎ, প্রশাসনিক তদন্ত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত কোনও রকম নির্মাণ করতে পারবে না আবাসন কর্তৃপক্ষ । তবে, পাট্টা জমি যে দখল করে বেসরকারি আবাসন গড়ে উঠছিল, প্রাথমিক তদন্তে এমনই নথি পেয়েছেন আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details