পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার! স্থানীয়দের বিক্ষোভের পর ঠিকাদার সংস্থাকে সতর্ক করল প্রশাসন - Agitation on Substandard Road - AGITATION ON SUBSTANDARD ROAD

Making Road with Substandard Materials: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ৷ ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ৷ স্থানীয়রা বিক্ষোভ দেখানোর পর প্রশাসনের তরফে ঠিকাদার সংস্থাকে সতর্ক করা হয়েছে ৷

Making Road with Substandard Materials
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার! স্থানীয়দের বিক্ষোভের পর ঠিকাদার সংস্থাকে সতর্ক করল প্রশাসন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 4:57 PM IST

চন্দ্রকোনা, 19 অগস্ট: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ৷ দিনদুয়েক আগে এই নিয়ে বিক্ষোভও দেখান স্থানীয় মানুষ ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে ঠিকাদার সংস্থাকে সঠিকভাবে রাস্তা তৈরি করতে বলা হয়েছে ৷

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার! স্থানীয়দের বিক্ষোভের পর ঠিকাদার সংস্থাকে সতর্ক করল প্রশাসন (ইটিভি ভারত)

যে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে, সেই রাস্তা দিয়ে চন্দ্রকোনা-2 ব্লকের ঝাঁকরা থেকে কেঁচকাপুর যাওয়া যায় ৷ রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সংস্কার করা হচ্ছিল ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, হাত দিয়ে রাস্তার পিচ তুলে নেওয়া যাচ্ছে ৷ নির্মাণ সামগ্রী নিম্নমানের হওয়াতেই এই অবস্থা ৷ দিনদুয়েক আগে এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কাজ ৷ স্থানীয় বাসিন্দা শান্তনু মণ্ডল বলেন, ‘‘পিচ নয়, পোড়া মোবাইল জাতীয় কিছু দিয়ে রাস্তা তৈরি হচ্ছিল ৷’’

প্রশাসনের তরফেও পরিদর্শন করা হয় ঘটনাস্থল ৷ পরে এলাকার বাসিন্দারা স্থানীয় বিডিও-র কাছে এই নিয়ে অভিযোগ জমা করা হয় ৷ বুধবার এই নিয়ে বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দোলই বলেন, "রাস্তা সংস্কার নিয়ে এলাকার মানুষের থেকে অভিযোগ পেয়ে ঠিকাদারি সংস্থাকে ডেকে সঠিক ভাবে রাস্তা সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে । স্থানীয় প্রশাসন রাস্তা সংস্কারের কাজে নজর রাখবে ।"

যদিও ঠিকাদারি সংস্থার এক কর্মী রসিদুল খান বলেন, ‘‘সঠিক নিয়ম মেনেই কাজ হচ্ছে । কোল্ড মিক্সের কাজ হচ্ছিল ৷ স্থানীয় মানুষ এই নিয়ে আপত্তি জানিয়েছেন ৷ গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কাজটি বন্ধ করা হয়েছে ৷’’ তিনি আরও জানান, প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারে 52 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ৷ সেই টাকাতেই রাস্তা সংস্কার চলছিল ৷ রসিদুল খানের বক্তব্য, কোল্ড মিক্সের কাজে রাস্তার সংস্কার হল 72 ঘণ্টা সময় লাগে তা ঠিক হতে ৷ তার আগে এভাবে পিচ উঠে যেতে পারে ৷ তবে এই ধরনের সামগ্রী দিয়ে তৈরি রাস্তা অনেক বেশি টেকসই হয় ৷

ABOUT THE AUTHOR

...view details