পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে অস্থিরতার জের, সীমান্ত পরিদর্শনের বিএসএফের এডিজি - India Bangladesh Border - INDIA BANGLADESH BORDER

India-Bangladesh Border: কোচবিহারে ভারত-বাংলাদেশে সীমান্ত এলাকায় শুক্রবার পরিদর্শন করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধি ৷ বৃহস্পতিবার তিনি জলপাইগুড়িতে ছিলেন৷ তিনবিঘা করিডরও পরিদর্শন করেন ৷

India-Bangladesh Border
সীমান্ত পরিদর্শনের বিএসএফের এডিজি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:35 PM IST

কোচবিহার, 30 অগস্ট: সাম্প্রতিককালে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে সজাগ রয়েছে বিএসএফ । বৃদ্ধি করা হয়েছে বাড়তি নজরদারি । এই অবস্থায় শুক্রবার কোচবিহার জেলার ভারত-বাংলাদেশে সীমান্ত এলাকা পরিদর্শনে করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধি ।

তিনি কোচবিহারের কুচলিবাড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেন । ঘুরে দেখেন আন্তর্জাতিক তিনবিঘা করিডোরও । কুচলিবাড়ি সীমান্তে রাত্রিযাপন করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন । কথা বলেন বিএসএফের স্থানীয় ও জলপাইগুড়ি সেক্টরের কর্তাদের সঙ্গেও। বৈঠকও করেন তাঁদের সঙ্গে ।

বাংলাদেশে অস্থিরতার জের, সীমান্ত পরিদর্শনের বিএসএফের এডিজি (ইটিভি ভারত)

এডিজি বলেন রবি গান্ধি বলেন, ‘‘সীমান্তে বিএসএফ সর্বদাই সতর্ক রয়েছে । যার কারণে চোরাচালানও কমে গিয়েছে । অপরাধীরাও ধরা পড়ে যাচ্ছে । বিজিবির সঙ্গেও সম্পর্ক ভালো রয়েছে ।’’ এডিজির সঙ্গে উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মা-সহ অন্যান্য পদস্থ কর্তারা ছিলেন ।

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত 450 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও নদী ও সীমানাগত সমস্যার কারণে বেশকিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি । আর কাঁটাতার না থাকার সুযোগে ওইসব এলাকা দিয়ে পাচার চলছে বলে অভিযোগ । মাঝেমধ্যে এই নিয়ে বিএসএফের সঙ্গে পাচারকারীদের গন্ডগোল বাধে । তাছাড়া মেখলিগঞ্জে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও তিনবিঘা করিডরের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা । ফলে বিএসএফ যথেষ্ট সতর্ক ।

জলপাইগুড়িতে বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধি (নিজস্ব চিত্র)

তবুও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে । সেই সব খতিয়ে দেখতেই কোচবিহার জেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখছেন বিএসএফের এডিজি রবি গান্ধি । বৃহস্পতিবার তিনি মেখলিগঞ্জে যান। সেখানেও দীর্ঘ বৈঠক করেন । ঘুরে দেখেন তিনবিঘা করিডর । পরে তিনি জানান, বিএসএফ সীমান্তে সতর্ক রয়েছে । চোরাচালান অনেকটা কমেছে । বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো ।

জলপাইগুড়িতে বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধি (নিজস্ব চিত্র)

তার আগে বৃহস্পতিবার বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধি ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার একাধিক বিওপি এলাকা পরিদর্শনে করেন । গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন৷ সীমান্তে কাঁটাতারের ওপাশে গ্রামের ভেতরে ঢুকতে যাতায়াতের জন্য বিএসএফের কড়াকড়িতে অনেক সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা । সমস্যা সমাধানে গ্রামিবাসীদের সহযোগিতা চান এডিজি । পাশাপাশি যাতে অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দিয়ে সমস্যা সমাধান করা যায়, তা নিয়েই চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details