কলকাতা, 30 জানুয়ারি:কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজ নিয়ে সোশাল মিডিয়ায় সরবঅভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় ডায়মন্ড হারবারের সাংসদ দাবি করেন যে, বঞ্চনার শিকার বাংলা ৷ তিনি উল্লেখ করেন যে, আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস; অথচ তাঁর নামাঙ্কিত প্রকল্পে গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছেন।
100 দিনের কর্মীদের টাকার জন্য লড়াই প্রথম দিন থেকেই বাংলার মানুষের পাশে আছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি উল্লেখ করেন, নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হল অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। জাতির জনকের এই বক্তব্য উদ্ধৃতি করার পর তিনি লিখেছেন, "গান্ধিজির প্রভাব আমার এবং ভারতের সমস্ত বিবেকবান নাগরিকের উপর আছে। তাঁর শিক্ষা আমায় যে কোনও বাঁকে অনুপ্রাণিত করে।"
এরপরই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, "দুঃখজনক বিষয় এই যে তাঁর নামাঙ্কিত প্রকল্পেই আজ আমাদের শ্রমিকেরা শোষিত ও বঞ্চিত হচ্ছেন ৷ গান্ধিজির মৃত্যুবার্ষিকীতে আমি সেই বঞ্চিতদের লড়াইয়ে অবিচল থাকার অঙ্গীকার করছি।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরর হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ বিভিন্ন সভায় দাবি করছেন 100 দিনে কাজের টাকা আটকে দিয়েছে কেন্দ্র ৷ তাই টাকা আদায়ে 100 দিনের কর্মীদের ধরনার কথা বলছেন তিনি ৷ ঠিক তখনও অভিষেক তাঁদের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছেন।
প্রসঙ্গত, এই লড়াইকে সফল করতে দিল্লি দরবার পর্যন্ত করেছে শাসকদল। তারপরও কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও কথা বলছে না। এই অবস্থায় মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে কেন্দ্র বিরোধী আন্দোলনে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করলেন দলের 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন:
- সন্দেশখালির ঘটনা অনভিপ্রেত, না হলেই ভালো হত: অভিষেক
- 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের
- 'মামলা যে কেউ করতেই পারেন, বলতে পারেন চাঁদ এনে দাও', কাকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ?