কলকাতা, 22 মার্চ: নিজের কেন্দ্রে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবারেও ডায়মন্ড হারবার থেকেই প্রার্থী হয়েছেন ৷ সূত্রের খবর, আগামী 27, 28, এবং 29 মার্চ নিজের নির্বাচনী কেন্দ্রে যাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল ৷ তারপর রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ইতিমধ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ আজ দুপুর 2.30 মিনিটে পূর্ব বর্ধমানের কাটোয়ায় তাঁর নির্বাচনী সভা রয়েছে ৷ এরই মধ্যে বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি ডায়মন্ড হারবারে জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন ৷ অভিষেক ঘোষণা করেছেন, এবার ডায়মন্ড হারবারে তার টার্গেট 4 লক্ষেরও বেশি ব্যবধানে জেতা ৷
লক্ষ্য পূরণে তৃণমূলের দলীয় কর্মী-সমর্থকদের প্রস্তুতি নিয়ে রাখার কথাও বলেছেন অভিষেক ৷ দেশজুড়ে লোকসভা ভোট হবে 19 এপ্রিল থেকে 4 জুন- সাত দফায় ৷ ডায়মন্ড হারবারের ভোট রয়েছে শেষ দফায় ৷ এই পরিস্থিতিতে তাই শুধু সরাসরি নির্বাচনী প্রচার নয়, বিধানসভা ধরে ধরে বৈঠকের উপরই জোর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷