পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিতে 1200 ডাক্তারকে নিয়ে মেগা সম্মেলনের আয়োজন অভিষেকের

সাংসদ এলাকা ধরে স্বাস্থ্য শিবির আয়োজনে মডেল এবার ডায়মন্ড হারবার ৷ শনিবার মেগা সম্মেলন ৷

ABHISHEK BANERJEE
মেগা সম্মেলনের আয়োজন অভিষেকের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 10:53 PM IST

কলকাতা, 29 নভেম্বর: গত কয়েক মাসে আরজি করের ঘটনাকে সামনে রেখে আন্দোলনের পর চিকিৎসকেরাই তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই দুর্বলতাকেই শক্তিতে পরিণত করতে উদ্যোগী হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগকে অন্য মাত্রায় নিয়ে গিয়ে 1200 ডাক্তারকে নিয়ে মেগা সম্মেলন করলেন তিনি। যার ভরকেন্দ্র অবশ্যই ডায়মন্ড হারবার।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজি কর ঘটনার অস্বস্তি কাটাতে 'অপরাজিতা' বিলকে অস্ত্র করতে চলেছেন। গোটা রাজ্যে অপরিজিতা বিল কার্যকর না হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে ব্লক থেকে শুরু করে শহরের রাজপথে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ঠিক তখন আরও স্পষ্ট করে বলতে গেলে একই দিনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিকিৎসক সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেকের এই কর্মসূচির কিছু বৈশিষ্ট্য রয়েছে।

জানা গিয়েছে, শনিবারের কর্মসূচিতে যোগ দেবেন 1200-রও বেশি চিকিৎসক। তার মধ্যে থাকবেন 300 বেশি জুনিয়র চিকিৎসক। থাকবেন 300-র বেশি মহিলা চিকিৎসকও। মূলত আগামিকালের মেগা সম্মেলন থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় 10 দিন ধরে মেডিক্যাল ক্যাম্প আয়োজনের কথা ঘোষণা করা হতে পারে। তারই আনুষ্ঠানিক সূত্রপাত হবে শনিবার।

তবে এই কর্মসূচি রাজনৈতিকভাবে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের একাংশের মতে, মূলত এই কর্মসূচির মাধ্যমে আরজি কর কাণ্ডের জেরে হারানো সমর্থন আরও একবার ফেরত পাওয়ার চেষ্টা করছে তৃণমূল। আর এক্ষেত্রে মডেল হতে চলেছে সেই ডায়মন্ড হারবার।

ABOUT THE AUTHOR

...view details