রামপুরহাট, 3 এপ্রিল: ফল ভালো না হলে কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধানদের সরিয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের আগে দলকে স্পষ্ট বার্তা তৃণমূল সেনাপতির ৷ অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক বৈঠকে প্রত্যেক নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, "ফল খারাপ হলে জুন মাসেই জনপ্রতিনিধি ও নেতাদের সরিয়ে দেওয়া হবে ৷" এমনটাই জানা গিয়েছে তৃণমূল-কংগ্রেস সূত্রে ৷ আরও একবার কোর কমিটির উপর গুরু দায়িত্ব দিলেন তিনি ৷ অর্থাৎ, অনুব্রত না থাকায় বীরভূম জেলার প্রতি বাড়তি নজর তৃণমূল শীর্ষ নেতার ৷
সূত্রের খবর, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, লোকসভা নির্বাচনে যে এলাকায় দলের ফল খারাপ হবে সেই এলাকার অঞ্চল সভাপতি, কাউন্সিলার, পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধানকে পর্যন্ত পদ থেকে সরিয়ে দেওয়া হবে ৷ 4 জুন লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই অপসারণের পক্রিয়া শুরু হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন দলনেতা ৷ পাশাপাশি, বীরভূমের কোর কমিটির উপর ফের সাংগঠনিক দায়িত্ব দেন তিনি ৷ অনুব্রতহীন বীরভূমের দুটি লোকসভা আসনই ধরে রাখতে মরিয়ে তৃণমূল-কংগ্রেস ৷ যদিও, বৈঠকের বিষয় সংবাদমাধ্যমের সামনে বলতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব৷
গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত। তাঁকে ছাড়া লোকসভা নির্বাচনের লড়াইটা কঠিন তা বলাই যায় ৷ তাই এদিন তারাপীঠের একটি বেসরকারি হোটেলে প্রায় 2 ঘণ্টা কর্মী সম্মেলন করেন তৃণমূল-কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন জেলার কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মাল, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়-সহ 173 জন নেতা ও জনপ্রতিনিধি।