পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লিতে নতুন সরকার গড়লে 11 জনজাতিকে স্বীকৃতি দেব; গ্যারান্টি অভিষেকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee: 2019-এর লোকসভা ভোট থেকে 2021-এর বিধানসভা নির্বাচন পাহাড়ে হতাশার মুখ দেখেছে তৃণমূল ৷ তাই এবারের লোকসভা নির্বাচনে কোনওভাবেই জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির ৷ আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দার্জিলিংয়ে ৷ মঙ্গলবার এই কেন্দ্রের দলীয় প্রার্থী গোপাল লামার সমর্থনে এসে গ্যারান্টি দিয়ে তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, "দিল্লিতে বিজেপি বিরোধী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে, 11 জনজাতিকে আমরা স্বীকৃতি দেব ৷"

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 5:50 PM IST

Updated : Apr 23, 2024, 6:45 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য

দার্জিলিং, 23 এপ্রিল: "4 জুনের পর কেন্দ্রে বিজেপি বিরোধী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে 11 গোর্খা জনজাতিকে তপশিলি জাতির স্বীকৃতি দেব আমরা।" মঙ্গলবার শিলিগুড়িতে জনসভা করে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন লোকসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে জোড়া সভা করেন 'তৃণমূল সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের উত্তরা ময়দানে জনসভা করছেন তিনি। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনেই তাঁর সভা। কলকাতা থেকে বিমানে এসে উত্তরা ময়দানে সভা করেন তিনি। আর এদিনের সভামঞ্চ থেকে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

প্রধানমন্ত্রী-সহ রাজ্যে প্রচার করতে আসা বিজেপির নেতা-মন্ত্রীদের 'পরিযায়ী শ্রমিক' এবং 'বসন্তের কোকিল' বলেও কটাক্ষ করেন তিনি। তবে এদিনের সভা থেকে একটা বিষয় পরিষ্কার, দার্জিলিং লোকসভা আসনে দলীয় প্রার্থী গোপাল লামাকে জয়ী কর‍তে সমতলের তিন বিধানসভার উপরই গুরুত্ব দিচ্ছেন তিনি। কারণ, বিগত বিধানসভা নির্বাচনে ওই তিনটি আসনে 70 থেকে 72 হাজার ভোটে বিজেপি জয় লাভ করেছিল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এবার লোকসভা নির্বাচনে আমাদের একবার সুযোগ দিন। আপনাদের পাঁচ বছর অপেক্ষা কর‍তে হবে না। রাজু বিস্তা বহিরাগত। আপনাদের দুঃখে পাশে পাননি ৷"

তিনি আরও বলেন, "ভোটে জিতে দিল্লির নেতাদের ক্রীতদাস আর তল্পিবাহকতা করে আপনাদের 100 দিনের টাকা বন্ধ করেছে। যতবার বিজেপির নেতারা আসবে, এক একটা বিধানসভায় পাঁচ হাজার করে ভোট কমবে।" এরপর ইউসিসি ও বিজেপির ইস্তাহার নিয়ে অভিষেক বলেন, "আপনারা যদি এদের হাত শক্ত করেন, তবে এটাই হবে আপনাদের শেষ ভোট। কারণ, এরপর আপনারা আর ভোট দিতে পারবেন না। 2016 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন 11 জনজাতিকে স্বীকৃতি দেবেন। কিন্তু দেননি। এবার কেন্দ্রে বিজেপি বিরোধী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আমরা স্বীকৃতি দেব।"

এরপর প্রথম দফার ভোট নিয়ে তিনি বলেন, "প্রথম দফার ভোটে তিন জেলার মানুষ যে ভাবে ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এবার আপনাদের জবাব দিতে হবে।" এরপর বিজেপির নেতারা টাকা দিয়ে ভোট কেনার প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপির নেতারা টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে গেলে টাকা নেবেন। সেই টাকা আপনাদের টাকা। টাকা নেবেন পদ্মফুলের আর ভোট দেবেন জোড়া ফুলে। আর দার্জিলিং লোকসভা আসনে গোপাল লামা জয়ী হলে 31 ডিসেম্বরের মধ্যে আবাসের জন্য আবেদকারীদর টাকা সরকার দেবে, দিল্লির অপেক্ষায় থাকতে হবে না।"

আরও পড়ুন:

  1. অভিষেককে খুন করতে চেয়েছিল বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার
  2. বাংলায় 30-35 আসন জিতে উত্তরবঙ্গে এইমস করবে বিজেপি সরকার, মমতাকে বিঁধে প্রতিশ্রুতি শাহের
  3. জয় শ্রীরামের পালটা 'জাদু কি ঝাপ্পি', বিমানবন্দরে বিজেপি কর্মীকে সৌজন্যের পাঠ দেবের
Last Updated : Apr 23, 2024, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details