পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার সামনে করজোড়ে মোদি ! ছবি হাতে মুখ্যমন্ত্রীর 'দাম' জানিয়ে দিলেন অভিষেক - Lok Sabha Election 2024

Abhishek Hits Back Abhijit: মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দাম' জিজ্ঞেস করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই কারণে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের শো-কজ নোটিশ হাতে পেয়েছেন তিনি ৷ এবার ছবি দেখিয়ে তাঁর সেই 'কুরুচিকর' মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিজিৎকে কড়া জবাব অভিষেকের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 8:55 AM IST

Updated : May 18, 2024, 10:32 AM IST

অভিটিতের কুরুচিকর মন্তব্যের জবাব অভিষেক (ইটিভি ভারত)

তমলুক, 18 মে: হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ ছবিতে করজোড়ে মমতার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই ছবি দেখিয়ে তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্যের কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার তমলুকে দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে আক্রমণ করে অভিষেক বলেন, "যে মহিলা বাংলার 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, বাংলার মা-বোনেদের কন্যাশ্রী দিয়েছেন, তাঁকে কখনও দিলীপ ঘোষ পিতৃ পরিচয় কখনও অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দাম জিজ্ঞাসা করছেন ৷ আমি আজ সেই মহিলার দাম বলব ৷" এরপর সেই ছবি বের করে তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' বলেন, "এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ৷ আপনি যেই মোদির টিকি ধরে রাজনীতি করছেন, তিনি মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ৷ আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করছেন? এটাই বাংলার 10 কোটি মানুষের দাম ৷ এটাই বাংলার মাটি ৷" অভিজিৎকে আক্রমণ করে অভিষেক আরও বলেন, "আপনার দাম সকলে জানে ৷ তমলুকে বিজেপির টিকিট ৷ মানুষের চাকরি খেয়েছেন ৷"

সম্প্রতি, এক নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন অভিজিৎ ৷ তাঁর সেই বক্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি ৷ সেখানে প্রাক্তন বিচারপতিকে বলতে শোনা গিয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও ।" ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত । স্বাভাবিকভাবে তাঁর এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে জল্পনা শুরু হয় রাজ্য রাজনৈতিক মহলে ৷ কড়া সমালোচনা করেন তৃণমূলের মহিলা শাখার সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে দলের অন্যতম মুখপাত্র শান্তনু সেন এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ । অভিজিতের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্যের জেরে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ইতিমধ্যে শো-কজ নোটিশও পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ সোমবার বিকেল পাঁচটার মধ্যে তাঁকে সেই চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

Last Updated : May 18, 2024, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details