কলকাতা, 16 জুন: হাসপাতালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রবিবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ যদিও এই নিয়ে কার্যত চুপ হাসপাতাল কর্তৃপক্ষ । তবে দলীয় সূত্রে খবর, একটা মাইক্রো সার্জারি করা হবে অভিষেকের । ওই অস্ত্রোপচারের পর আজই ছুটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবারের সংসদের । কিন্তু তাঁর কীসের অস্ত্রোপচার হবে তা এখনও স্পষ্ট নয় ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই চিকিৎসার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "চিকিৎসাজনিত কারণে আমি সংগঠনের কাজকর্ম থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি ৷ এই সময়টা আমার কাছে একটা সুযোগ ৷ এই সময় আমি বাংলার মানুষের প্রয়োজন ও চাহিদা বোঝার সুযোগ পাব ৷ আমি বিশ্বাস করি, পশ্চিমবঙ্গ সরকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও কসুর বাকি রাখবে না ৷" তবে সেই বিরতির মাঝেও নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে জয়ের উৎসবে সামিল হতে দেখা যায় তাঁকে । সেখান থেকে ফিরে এক মুহূর্ত দেরি না-করে রবিবাসরীয় সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় ।