শিলিগুড়ি, 9 মার্চ:শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় তাঁর উপস্থিতি নজর কাড়ার মতো ৷ তিনি হলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় । প্রাক্তন বিচারপতি এদিন মোদির সভায় প্রথম বক্তা । মঞ্চে উঠেই অভিজিৎ গলা চড়িয়ে বলেন, "নো ভোট টু তৃণমূল" । ঠিক যেন বিজেপি বিরোধী দলগুলির 'নো ভোট টু বিজেপি'র পালটা স্লোগান । সভার পারদ আরও বাড়িয়ে অভিজিতের বড়সড় দাবি, তৃণমূল কংগ্রেস ভিতর থেকে ভাঙছে ৷ 2026 বিধানসভা ভোটে প্রার্থী খুঁজে পাবে না মমতার দল।
আদ্যপ্রান্ত তৃণমূলকে একটি 'দুর্বৃত্তের দল' বলে গেলেন অভিজিৎ। তাঁর দাবি, একটা দলে শিক্ষা ও খাদ্য মন্ত্রী দুর্নীতির কারণে জেলে। এই অবস্থায় রাজ্যবাসীকে শপথ নিতে হবে, "নো ভোট টু তৃণমূল"। অবশ্যই নিজের বক্তব্যে চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ টানতে ভোলেননি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁর কটাক্ষ, "যোগ্য চাকরিপ্রার্থীরা অবহেলিত মমতার রাজ্যে"। একের পর এক প্রসঙ্গ তুলে তৃণমূলকে একহাত নিয়েই বিজেপি-র ব্যাট হাতে ময়দানে ছক্কা হাঁকালেন অভিজিৎ।
রাজনৈতিক খাতে যে বিষয়টি সবচেয়ে তাৎপর্যপূর্ণ, বিচারপতি থাকাকালীন তাঁকে যে বিষয়গুলি নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল, আজ মোদির মঞ্চে প্রথম রাজনৈতিক ভাষণে সেই বিষয়গুলিকে একের পর এক সামনে এনেই তৃণমূলকে কোণঠাসা করেছেন অভিজিৎ।