তৃণমূল বিধায়ক আবদুল করিমের বক্তব্য রায়গঞ্জ, 30 জানুয়ারি: অবশেষে ক্ষোভ প্রশমিত হল তৃণমূলের বিধায়ক আবদুল করিম চৌধুরীর । দীর্ঘ পাঁচ বছর পর দলীয় সভায় ডাক পেয়ে খুশি দীর্ঘদিনের এই বর্ষীয়ান বিধায়ক । মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সভায় উপস্থিত ছিলেন জেলার সমস্ত বিধায়ক-সহ জেলা নেতৃত্ব ।
ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী প্রথমে সভামঞ্চে উপস্থিত থাকলেও তিনি অনেকটা দূরত্বেই ছিলেন মুখ্যমন্ত্রীর থেকে। সভামঞ্চে ওঠার পর বিধায়ককে পাশে ডেকে নেন মুখ্যমন্ত্রী । দীর্ঘদিন পরে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷ এমনটাই জানিয়েছেন আবদুল করিম চৌধুরী । সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ওনার থেকে দূরে সরেছিলাম বলে আমাকে ডেকে ওনার পাশে বসালেন ৷ ডেকে বললেন "করিমদার থেকে আমি দূরে নেই ৷ অথবা আমি করিমদাকে দূরে সরিয়ে রাখিনি । করিমদা আমার করিমদাই ! সিনিয়র লিডার উনি। ওনাকে সেই সম্মানটা আমি দিয়েই যাব ।"
তিনি আরও বলেন, "খুবই ভালো লাগছে । আমি আমার পুরনো জায়গা ফিরে পেলাম। মমতার চোখে আমি আবার 'রিস্টোর' হয়ে গেলাম ।" উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের দ্বন্দ্ব চলছিল । বহুবার তা প্রকাশ্যেও এসেছে । এই দ্বন্দ্বের জেরে গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীও দাঁড় করিয়েছিলেন করিম চৌধুরী । পাশাপাশি মাঝেমধ্যেই দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলি চালনা থেকে শুরু করে মারামারির ঘটনা ঘটতেই থাকে । তাই বিধায়ক আবদুল করিম চৌধুরী নিজেকে 'বিদ্রোহী' বিধায়ক হিসেবেও ঘোষণা করেন ।
তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি রায়গঞ্জ স্টেডিয়ামে প্রশাসনিক সভা মঞ্চে উপস্থিত হন । মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আপ্লুত তিনি । তাই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাস্তুতি গাইলেন করিম। পাশাপাশি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রসঙ্গে বলেন, "ওটা কানাইয়া বুঝবে । ব্লকের ব্যাপারটা জেলা সভাপতির হাতে আছে । জেলা সভাপতি ঠিক করবে যে করিমদার সঙ্গে থাকলে, বিধায়কের সঙ্গে থাকলে ওকে কী করতে হবে । ওটা ওর হাতে আছে । আমি মমতাদিকে বললাম যে, আমি অভিমানে আপনাকে অনেক কিছু বলেছিলাম, কিন্তু আপনিই আমার লিডার । 15 বছর আরও আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হবে । পশ্চিমবঙ্গে আপনার বিকল্প কেউ নেই।"
আরও পড়ুন :
- শুধু এখন নয়, আগেও মমতা-বিরোধিতায় সরব হয়েছিলেন ইসলামপুরের বিধায়ক
- তৃণমূলের পতনের জন্য দায়ী মমতাই, অভিযোগ আবদুল করিমের
- পঞ্চায়েতে নির্দল প্রার্থী দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক করিম চৌধুরীর