কলকাতা, 26 মার্চ: ঘুরতে গিয়ে বিপত্তি বাঁধালেন কলকাতার তরুণী। শরীরে বাসা বাঁধল অজানা এক রোগ। অবশেষে সেই রোগের চিকিৎসা করে সুস্থ জীবনে ফেরাল কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। হাসপাতালের চিকিৎসক জানালেন, এই রোগের দ্রুত চিকিৎসা না-করালে ব্লাড ক্যানসার পর্যন্ত হতে পারে! কী হয়েছিল তাঁর? এই অজানা রোগ কীভাবেই বা তরুণীর শরীরে প্রবেশ করল? চিকিৎসক যোগীরাজ রায় এই রোগ সম্পর্কে বিস্তারিত জানালেন ইটিভি ভারতকে ৷
এসএসকেএম হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, পরিবারের সঙ্গে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। তার বেশকিছু মাস আগে তিনি ঘুরে আসেন মিশরও। তবে দুবাইয়ে গিয়ে ঘণ্টাতিনেক তিনি একটি ওয়াটার পার্কে নামেন ৷ তারপরেই শরীরে শুরু হয় একধরনের অদ্ভূত অস্বস্তি।
- কলকাতায় ফিরে আসার পর থেকেই তাঁর মনে হয় প্রস্রাবের সঙ্গে কিছু বেরিয়ে যাচ্ছে। তার সঙ্গে অদ্ভূত জ্বালা ও যন্ত্রণা অনুভব করতে থাকেন তিনি ৷ ওই তরুণী পেশাগত দিক দিয়ে একজন চিকিৎসক। কলকাতাতেই থাকেন তিনি। ফলে নিজের পরিচিত এক নেফ্রোলজিস্টকে বিষয়টি জানান তিনি। তখন সেই চিকিৎসক তাঁকে রেফার করেন এসএসকেএম হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়কে। তিনি বিষয়টি বুঝতে পেরে এবং তা নিশ্চিত হতেই যোগাযোগ করেন এসএসকেএম হাসপাতালের সহকারি অধ্যাপক ডাঃ দীপঙ্কর পালের সঙ্গে ৷
- দীপঙ্কর পাল যেমনটা যোগীরাজ রায়কে জানান, তেমনটাই তিনি ইটিভি ভারতকে বলেন, "একাধিকবার 'ইউরিন' পরীক্ষা করে দেখা যায় ওই তরুণীর শরীরে বাসা বেঁধেছে 'সিস্টোসোমা হেমাটোবিয়াম' নামে ক্যানসার সৃষ্টিকারী এক ধরনের মারাত্মক প্যারাসাইট বা পরজীবী। মূলত ত্বকের সাহায্যে এটি মানুষের শরীরে প্রবেশ করে। এই পরজীবী দিনে ডিম পাড়ে প্রায় 300-350টি। ফলে সেই তরুণীর শরীরে ইতিমধ্যেই ডিমও পেরেছিল ওই পরজীবী।" এই ধরনের পরজীবী ভারতে জন্মাতে পারে না। ভারতের কোনও সমুদ্রে বা জলে এই পরজীবী নেই। তবে বাইরের দেশে এই ধরনের পরজীবী প্রাদুর্ভাব দেখা যায়।"