কলকাতা, 13 ফেব্রুয়ারি: দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে 40টি বিরল প্রজাতির আফ্রিকান লাভ বার্ড পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করেছে। মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাটে পাখিগুলি উদ্ধার করে 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করা এক ব্যক্তিকে ঘটনায় আটকও করা হয়েছে। ধৃত পাচারকারীর নাম ওহিদুল শেখ (50)। বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া গ্রামের বাসিন্দা সে। চোরাকারবারীর থেকে উদ্ধার হওয়া বিরল পাখিগুলি বসিরহাট বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, এই বিরল প্রজাতির 40টি (লাভ বার্ড) পাচারের বরাত তাকে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি দিয়েছিল। এই কাজের জন্য সে 1400 টাকা পেয়েছে বলেও জানায়। পাখিদের নিয়ে বিএসএফ ডিউটি ডমিনেশন লাইন অতিক্রম করার চেষ্টা করলে সে ধরা পড়ে বলে জানায় ৷ 153 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার জওহর সিং নেগি বলেন, "সীমান্তে বিরল প্রজাতির পাখির চোরাচালান বন্ধ করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।"
এদিকে অন্য একটি ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে 3 লক্ষ বাংলাদেশি টাকা-সহ একজন পাচারকারীকে আটক করেছে বিএসএফ। উত্তর 24 পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোলে ভারত থেকে বাংলাদেশে অতিরিক্ত বাংলাদেশী মুদ্রা এবং অন্যান্য পণ্য পাচার সংক্রান্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই প্রচেষ্টাটি ব্যর্থ করেছে। একজন ভারতীয় পর্যটক 3 লক্ষ 50 হাজার বাংলাদেশি টাকা-সহ ধরা পড়েছে। যার ভারতীয় মূল্য 2 লক্ষ 63 হাজার 377 টাকা। ধৃত চোরাকারবারীর নাম উত্তম দে। ধৃত উত্তর 24 পরগনার পশ্চিম চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে সে জানায়, জীবিকার তাগিদে কয়েকদিন ধরে ভারত থেকে বাংলাদেশে মাল পরিবহণের কাজ করে আসছিল। মা ভ্যারাইটি এন্টারপ্রাইজ (পেট্রাপোল)-এ তুষার সূত্রধরের কাছ থেকে বাংলাদেশি টাকা পেয়েছিলেন। যা রবি এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য তাকে 1000 টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে অবৈধ উপায়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে।
আরও পড়ুন:
- ফের সাফল্য এসটিএফের, এনজেপি রেল স্টেশন থেকে 15 লক্ষের মাদক-সহ গ্রেফতার মহিলা পাচারকারী
- এসটিএফের তৎপরতায় উদ্ধার কয়েক কোটির মাদক, গ্রেফতার পাচারকারী
- ক্রেতা সেজে পাচার রুখল পুলিশ, প্যাঙ্গোলিনের চামড়া-সহ গ্রেফতার পাচারকারী