পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু হাসপাতালে, বেঙ্গল কেমিক্যালে ফের উত্তেজনা - Road Accident in Kolkata

Child Died in Accident: শুক্রবার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিল দুই শিশু ৷ তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে শনিবার সকালে ৷ ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে বেঙ্গল কেমিক্যালের সামনের এলাকা।

Etv Bharat
গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু হাসপাতালে

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 2:52 PM IST

কলকাতা, 20 এপ্রিল: মৃত্যু হল শুক্রবার বেঙ্গল কেমিক্যালের কাছে পথ দুর্ঘটনায় আহত শিশুর। শুক্রবার দুপুরে মালিকতলার কাছে একটি নীল রঙের চারচাকা গাড়ি গার্ডরেল ভেঙে আচমকা উঠে পড়ে ফুটপাথে ৷ দুর্ঘটনায় আহত হয়েছিলেন দুই শিশু। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে শনিবার সকালে। অঙ্কিতা সাউয়ের (6) মৃত্যু হয়েছে বাইপাস ধারের এক বেসরকারি হাসপাতালে। অপরদিকে এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন 6 বছর বয়সি অপর শিশুটি ৷

শনিবার শিশুটির মৃত্যুর পর আবারও উত্তপ্ত হয়ে পড়ে বেঙ্গল কেমিক্যালের সামনের এলাকা। অভিযুক্ত ব্যক্তির গ্রেফতারের দাবি জানায় স্থানীয়রা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে চার চাকার নীল রঙের গাড়িটি রয়েছে অভিযুক্ত অভিষেকের বাবার নামে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় মানিকতলা এবং ফুলবাগান থানার পুলিশ। সূত্রের খবর, ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে একটি গাড়ি কাঁকুরগাছির দিক থেকে আসছিল বাইপাসের দিকে। গাড়িটি চালাচ্ছিলেন অভিষেক সুলতানিয়া নামে এক ব্যক্তি। ব্যক্তির দাবি, গাড়ি চালানোর সময় আচমকা তাঁর চোখ বন্ধ হয়ে আসছিল। সে কারণে তিনি ফুটপাথের গার্ডরেল ভেঙে গাড়ি নিয়ে ফুটপাথে উঠে পড়েন ৷ ফুটপাতের ওপর দুই শিশু খেলছিল। তাদের মধ্যে একজন গাড়ির তলায় পড়ে যায়। অপরজন ছিটকে পড়ে পাশের দিকে। ওই মুহূর্তেই তাদেরকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি ৷

জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক অভিষেক সুলতানিয়া সল্টলেকের বাসিন্দা ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক ৷

ABOUT THE AUTHOR

...view details